শিরোনাম
◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন ভ্রমণে নতুন বিধিনিষেধ: ডিসেম্বরে রাত্রীযাপনের সুযোগ, কোথায় পাবেন ট্রাভেল পাস ও টিকিট?

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিন। দ্বীপটির পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বছরে মাত্র দুই মাস দ্বীপে রাত্রীযাপনের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। গতকাল ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হয়েছে, যা চলবে আগামী জানুয়ারি পর্যন্ত।

নতুন নিয়ম অনুযায়ী, দিনে সর্বোচ্চ ২ হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। জাহাজ ছাড়ছে কক্সবাজার বিমানবন্দরের পাশের নুনিয়ারছড়া ঘাট থেকে। টেকনাফ থেকে কোনো জাহাজ পর্যটক পরিবহন করছে না।

সেন্টমার্টিনে যেতে সরকারি ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। কিউআর কোডসংবলিত ট্রাভেল পাস ছাড়া টিকিট বাতিল বলে গণ্য হবে। এছাড়া মানতে হবে আরও বেশ কিছু সরকারি নির্দেশনা।

পর্যটকদের প্রশ্ন—কোথায় এই ট্রাভেল পাস ও টিকিট পাওয়া যাবে? ভ্রমণের ক্ষেত্রেই বা কোন কোন নিয়ম মানতে হবে।

এ বিষয়ে কর্ণফুলী ক্রুজ লাইনের টিকেটিং কর্মকর্তা সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, অনুমোদিত জাহাজের টিকিটের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে কিউআর কোডযুক্ত ট্রাভেল পাস জেনারেট হয়ে যায়। পর্যটকদের আলাদা করে কোনো পাস সংগ্রহ করতে হবে না। অনুমোদিত জাহাজ কর্তৃপক্ষ বা ট্রাভেল এজেন্টের কাছ থেকে টিকিট কিনলেই হবে। তবে যাত্রার আগে অবশ্যই কিউআর কোডসহ প্রিন্ট করা টিকিট সংগ্রহ করতে হবে।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, চলতি মৌসুমে পর্যটক পরিবহনের জন্য ছয়টি জাহাজ অনুমোদন পেয়েছে। এগুলো হলো—এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া, এমভি বে ক্রুজ, এমভি কাজল, কেয়ারি সিন্দাবাদ এবং কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন।

জাহাজ চলাচলের সময়সূচি সম্পর্কে জানানো হয়, কক্সবাজার বিমানবন্দরের পাশের নুনিয়ারছড়া ঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় জাহাজ ছাড়বে। পরদিন বিকেল ৩টায় সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত এই সূচিতে জাহাজ চলাচল করবে।

সেন্টমার্টিনে ভ্রমণের সময় পর্যটকদেরকে ১২ দফা নির্দেশনা মানতে হবে। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ মন্ত্রণালয় এসব নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে তিন মাসের জন্য দ্বীপটি পর্যটকদের জন্য খোলা থাকবে। তবে নভেম্বরে রাতে থাকার অনুমতি ছিল না বলে পর্যটকরা যাননি। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রীযাপনের অনুমতি দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ করা, বারবিকিউ পার্টি করা, কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা কেনাবেচা এবং সামুদ্রিক কচ্ছপ, পাখি, প্রবাল, কাঁকড়া, ঝিনুক-শামুকসহ কোনো প্রাণীর ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া পর্যটকরা পলিথিন বহন করতে পারবেন না। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক—যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান বা শ্যাম্পুর মিনি প্যাক এবং ৫০০ মিলি বা ১ লিটারের প্লাস্টিকের বোতল নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়