শিরোনাম
◈ পাকিস্তানে ‘র’-এর নেটওয়ার্ক ভেঙে দিল সিটিডি: ছয়জন গ্রেপ্তার, অর্থায়নের প্রমাণ মিলেছে ◈ প্রায় ৭ লাখ মানুষের চিকিৎসায় মাত্র ১৩ জন চিকিৎসক, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ও নানা অনিয়ম, ভোগান্তিতে রোগীরা ◈ ইটনায় ইউএনও বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ◈ ব্যাটিং-‌বো‌লিং‌য়ে ব্যর্থ সাকিব আল হাসান, হারলো তার দল অ্যান্টিগা ◈ ফলের স্বাদ কেমন- আমার ছেলেটা জানে না, গাজার দুর্ভিক্ষ বর্ণনা করেছেন এক মা ◈ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন, মেলেনি আঘাতের চিহ্ন ◈ সাবেক সমন্বয়ক চাকরি হারালেন ছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে ◈ কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ টানা ৫ দিন যেসব জেলায় বৃষ্টির আভাস ◈ ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয়, তলিয়ে যেতে পারে ১০ জেলা (ভিডিও)

বাংলাদেশের আকাশে ভর করেছে অতিভারী বৃষ্টির কালো মেঘ। আগামী ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা কয়েকদিনের অস্বাভাবিক বৃষ্টিপাত বা “রেইনবেল্ট” দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে এই রেইনবেল্ট। কোথাও কোথাও ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এতে নদ-নদীর পানি দ্রুত বাড়বে এবং অন্তত ১০টি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষ করে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি প্রবল বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। যদিও এই বৃষ্টিপাত কোনো ঘূর্ণিঝড়ের সঙ্গে সম্পর্কিত নয়, তবে টানা বৃষ্টি দক্ষিণাঞ্চলে বড় ধরনের দুর্যোগ ডেকে আনতে পারে। কৃষিতে সাময়িক স্বস্তি এলেও ঘরবাড়ি, সড়কপথ ও মানুষের জীবন-জীবিকায় এর মারাত্মক প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগ তুলনামূলক কম প্রভাবিত হবে। শুক্রবারের পূর্বাভাসে জানানো হয়, দেশের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়