শিরোনাম
◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আট বছরের মানসিক লড়াই পেরিয়ে নতুন অধ্যায়ে আমিরকন্যা

বলিউড তারকা আমির খান ও রিনা দত্তের বিচ্ছেদ তাদের মেয়ে আইরা খানের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। অবসাদে ভুগতে শুরু করেছিলেন। এমনটা নিজেই জানিয়েছিলেন আইরা। মাঝে অবস্থার আরো অবনতি হয়।

যদিও আইরার বিয়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। গত আট বছর ধরে তিনি ওষুধ খাচ্ছেন, চলছে চিকিৎসা। 

সম্প্রতি তিনি জানিয়েছেন, থেরাপির শেষ সেশন সেরেছেন। এরপর আত্মতৃপ্তির সুরে বলেন, ‘অবসাদের সঙ্গে লড়াইয়ের পরীক্ষায় পাস করেছি। বহু বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন আইরা। নিজের ভেতরের অস্থিরতার কথা সব সময় খোলাখুলিই আলোচনা করেছেন তিনি। 

এবার তিনি জানান, নিয়মিত চিকিৎসা আপাতত শেষ মানেই এমন নয় যে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন। এখনো ওষুধ খেয়ে যেতে হবে তাকে।

 আইরা বলেন, ‘আমাকে আর কোনো থেরাপি নিতে হবে না। কারণ আমার চিকিৎসক আমাকে নিয়ে আত্মবিশ্বাসী। আমি নিজেই নিজের বাকি জীবনটা চালনা করতে পারব। অন্যদের যত্ন নিতে পারব। শুধু তা-ই নয়, আমি সুস্থভাবে, আনন্দ করে বাকি জীবনটা কাটাতে পারব বলেই জানিয়েছেন তিনি।

ভবিষ্যতে একই ধরনের সমস্যা হলে সামলে নিতে পারব। যদি না পারি তবে সাহায্য চাইব।’ 

প্রায় আট বছরের দীর্ঘ লড়াই শেষ হতেই তিনি বলেন, ‘হয়তো এটা বলার মতো কিছু নয়, তাও মনে হচ্ছে পাস করে গেছি।’ সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়