শিরোনাম
◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:৪১ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিট না পেয়ে বাস চালকের পাশে বসলেন অভিনেতা ডা. এজাজ

দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। এই তারকা আবারও প্রমাণ করলেন, বিনয় আর মানবিকতার দিক থেকে সত্যিই অনন্য তিনি। সাধারণ মানুষ হিসেবে বাসে যেভাবে যাতায়াত করেছেন, সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এক যাত্রী তার ফেসবুক পোস্টে লেখেন, সকালে ময়মনসিংহ থেকে রাজিব পরিবহনের বাসে করে ঢাকায় আসছিলেন তিনি। গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন ডা. এজাজুল ইসলাম। সাধারণ বেশেই তিনি এসে বসে যান ড্রাইভারের পাশের সিটে। সবাই তাকে দেখে চিনতে পেরে অবাক হয়ে যান।

কাব্য কথা নামের ওই পেজ থেকে এজাজের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‌‘উনার সম্পর্কে আগে অনেক ইতিবাচক কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম তার সাধারণ জীবনযাপন। বাসে সিট না পেয়ে ড্রাইভারের পাশে বসার জায়গায় বসেছিলেন। আমি সিট ছাড়তে চাইলে উনি বসেননি। পরে বাসের অন্য যাত্রীরাও সিট অফার করেন তবুও তিনি গ্রহণ করেননি। আমার পাশের সিট খালি হলে আবার তাকে ডাকলে উনি বরং অন্য এক যাত্রীকে বসতে বলেন।’

পোস্টদাতা আরও লেখেন, ‌‘বর্তমানে হাসপাতালে বা রাস্তায় ডাক্তারদের কাছে যাওয়া মানেই দূরত্ব, অথচ এত বড় ডাক্তার ও গুণী অভিনেতা হয়েও উনি কতটা সাধারণ! উনার আচরণে পুরো বাসের যাত্রীরা মুগ্ধ হয়ে যায়। সত্যিই, উনি গরিবের ডাক্তার।’

                                                             

এই হৃদয়ছোঁয়া পোস্টটি ‘কথা কাব্য’ নামের ফেসবুক পেজে শেয়ার করা হয়। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। পোস্টটিতে এখন পর্যন্ত ২ লাখের বেশি রিয়েকশন, হাজারো মন্তব্য ও শেয়ার পড়েছে।

অনেকেই এই পোস্টে প্রশংসা জানিয়ে লিখেছেন, এটাই একজন প্রকৃত তারকার পরিচয়। আরেকজন মন্তব্য করেছেন, এমন মানুষরা সমাজে আলোর দিশা দেখান।

চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন ডা. এজাজুল ইসলাম। পাশাপাশি তিনি বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতে একজন প্রতিষ্ঠিত অভিনেতা। প্রয়াত লেখক ও নির্মাতা হুমায়ূন আহেমেদের হাত ধরে তিনি অভিনয়ে আসেন। তার রচিত ও পরিচালিত বহু জনপ্রিয় নাটকে কাজ করে খ্যাতি পেয়েছেন। হুমায়ুনের ‌‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’সহ বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এছাড়াও অন্যান্য নির্মাতাদের সঙ্গে নিয়মিতই অভিনয় করছেন এই জনপ্রিয় তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়