নিজস্ব প্রতিবেদক : নেপালের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এবং ভারতের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে। প্রথম ম্যাচে তারা স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে হেরেছে বটে, কিন্ত টাইগাররা এই দুর্বলের বিরুদ্ধে বড় স্কোর গড়তে পানেনি। ২০৭ রানের দেখা পেয়েছে মাত্র। বোলিংদুর্দান্ত হওয়ায় সিরিজের প্রথম ম্যাচ জিতেছে লাল-সবুজের দল।
এদিন ব্যাটে নেনে রিশাদ হোসেনের শেষের ঝড়ো ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বল হাতে রিশাদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে বেশি দূর যেতে পারেনি তারা। ৭৪ রানের জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে মেহেদী হাসান মিরাজের দল।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মন্থর উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে স্পিনারদের নৈপুণ্যে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ১৩৩ রানে।
প্রথম বাংলাদেশি লেগ স্পিনার হিসেবে ওয়াডেতে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ইনিংস ধসিয়ে দেন রিশাদ। ৯ ওভারে ৩৫ রানে তার শিকার ৬ উইকেট।