শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১১:১৩ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক স্বদেশে ফিরলেন

ইমরুল কায়েশ, যশোর প্রতিনিধি: ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ জন বাংলাদেশি নাবিককে অবশেষে স্বদেশ প্রত্যাবাসন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ট্রাভেল পারমিটের মাধ্যমে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

আইনি প্রক্রিয়া সম্পন্নের পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ নাবিকদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করে। পরবর্তীতে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের কর্মসংস্থান ও আইনি সহায়তার দায়িত্ব নেয়।

উদ্ধার হওয়া নাবিকরা হলেন, রাজিব শেখ (২৬), শরিফুল শেখ (২১), বাপ্পি শেখ (১৮), মোহাম্মদ আলী (৪২), মিহাত ফকির (২২), তরিকুল ইসলাম (২৯), শাওন মোল্লা (২৫), জিহাদ মোল্লা (২৫), আল আমিন শেখ (৩২), সাগর হোসেন (২৬), আহাদ শেখ (২৫) ও জসীমউদ্দীন শেখ (৫৩)।

ফেরত আসা নাবিকরা জানান, গত ৩১ জানুয়ারি ২০২৫ সালে নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই জাহাজ ‘এমভি সি ওয়ার্ল্ড’ ভারতে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার সাগর থানার ঘোড়ামারি দীপ নদীতে দুর্ঘটনায় পড়ে। জাহাজটি ডুবে গেলে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাইস্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়, যেখানে তারা প্রায় আট মাস অবস্থান করেন।

পরবর্তীতে দুই দেশের সরকারের কূটনৈতিক সমন্বয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, “ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশিকে আইনানুগ প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।”

জাস্টিস অ্যান্ড কেয়ারের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, “দীর্ঘদিন পর এসব বাংলাদেশি নাগরিক নিরাপদে ফিরেছেন, আমরা আনন্দিত। সব আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়