শিরোনাম
◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, চার প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা শহরে নিরাপদ খাদ্য আইনে বিশেয অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে চার প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপি বিশুদ্ধ খাদ্য, লাইসেন্সবিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের অভিযোগ এ অভিযান পরিচালনা করা হয়। এবং বিভিন্ন মেয়াদে অর্থদন্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এসব রায় ঘোযণা করা হয়।

কিশোরগঞ্জ শহরের  গাইটাল রাকুয়াইল এলাকায় অবস্থিত ফাস্ট টাইম ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লাইসেন্স ব্যতীত খাদ্য উৎপাদন ও অন্যান্য অপরাধে নিরাপদ খাদ্য আইনের ৩২(ক) ধারায় ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

শহরের কালীবাড়ি মোড় এলাকায় ননী গোপাল সুইটস কেবিনকে দইয়ের গায়ে  উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করা,  রসমালাই এর মধ্যে পোকামাকড় পাওয়া যাওয়া ও কাচামাল ক্রয়ের রশিদ সংরক্ষণ না থাকার অপরাধে  নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। স্টেশন রোড এলাকায় তাজ রেস্টুরেন্টকে  ফ্রিজে  কাঁচা মাছ-মাংস ও  বাসি চিকেন গ্রিল একত্রে সংরক্ষণ করা ও অন্যান্য অপরাধে নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। বিসিক শিল্প নগরীতে ইসলাম ফুডকে  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ঘন চিনির ব্যবহার ও অন্যান্য অপরাধে  নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়