শিরোনাম

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

' স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য' : ৭ সেপ্টেম্বর  দিনব্যাপী শিল্পী সমিতির আয়োজন

মনিরুল ইসলাম: 'স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য' এই  ব্যানারে বাংলাদেশ  শিল্পী সমিতি ১৯৬৭ সাল থেকে আগস্ট-২০২৫ সাল পর্যন্ত যে সকল শিল্পীরা মারা গেছেন, তাদের স্মরণে আগামী ৭ সেপ্টেম্বর (রোববার) সমিতির আঙিনায় দিনব্যাপী শোকসভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ-এর আয়োজন করেছে।  এছাড়া  অসুস্থ শিল্পীদের জন্যেও  দোয়া অনুষ্ঠিত হবে।

এই আয়োজনে প্রয়াত শিল্পীদের পরিবার, গুণী শিল্পীরা ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। এই আয়োজনে অংশ নিতে আমেরিকা প্রবাসী শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বিশিষ্ট  খল অভিনেতা আহমেদ শরীফ বাংলাদেশে এসেছেন বলে জানান চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য চিত্র নায়িকা রুমানা ইসলাম মুক্তি।

এদিকে, ৬০  থেকে ৯০ দশক পর্যন্ত সময়কে বলা হয় চলচ্চিত্রের সোনালী দিন। ওই সময়ে তৈরি হয়েছে অনেক গুণী অভিনয়  শিল্পী। যারা  উপহার দিয়েছেন কালজয়ী অগণিত  চলচ্চিত্র।  তারা এখনও চলচ্চিত্রাঙ্গনে স্মরণীয় ও বরণীয়।  আগামীতেও তারা উজ্জ্বল হয়ে  থাকবেন।  তাদের  অভিনয়ে  মুগ্ধ হয়েছেন দর্শক।আবার  কেঁদেছেনও। এদের  অনেকেই আজ নেই। তবে রয়ে গেছে স্মৃতির ঢালি।

 শিল্পীদের স্মরণে প্রথমবারের মতো ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের বেশ কয়েকজন সদস্য বলে জানা গেছে। 

এই আয়োজনে প্রয়াত শিল্পীদের পরিবার, গুণী অভিনয়শিল্পী সোহেল রানা, শবনম, আলমগীর, আনোয়ারা, আহমেদ শরীফ, নূতন, নাঈম-শাবনাজ, বাপ্পারাজ-সম্রাট, খালেদা আক্তার কল্পনা, রাশেদা আক্তার থেকে শুরু করে আরও অনেক সিনিয়র-জুনিয়র শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। 

আয়োজন সম্পর্কে শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক আরমান বলেন, আমরা কয়েকজন মিলে শিল্পীদের জন্য কিছু করার চেষ্টা করছি।  যাদের জন্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পেয়েছি।  গঠিত হয়েছে  শিল্পী সমিতি।  সেসব শিল্পীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই  এই উদ্যোগ। 

কার্যনির্বাহী সদস্য মুক্তি বলেন, ‘শিল্পীদের কল্যাণেই শিল্পী সমিতি তৈরি হয়েছিল। কমিটিতে যুক্ত হওয়ার পর থেকে চেষ্টা করছি শিল্পীদের জন্য কিছু করার। প্রথমবারের মতো আমরা কয়েকজন মিলে দুঃসাহসী এক সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এমন সাহস আগে কখনো কেউ দেখায়নি। এই আয়োজনের কথা যারাই অবগত হয়েছেন তারা বাহবা দিচ্ছেন। অনেক শিল্পী এখন আর আগের মতো এফডিসিতে আসেন না। তারাও আয়োজনের কথা জেনে আসার আগ্রহ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শুধু আমার কথায় আমেরিকা থেকে দেশে ছুটে এসেছেন আহমেদ শরীফ মামা। 

কার্য নির্বাহী কমিটির অপর  সদস্য  সনি রহমান বলেন, ‘প্রথমবারের মতো আমরা ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছি। এর ধারাবাহিকতা বজায় থাকবে। এ ছাড়া যেসব শিল্পী অসুস্থ তাদের সুস্থতার জন্যও দোয়া করা হবে।

জানা গেছে, এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন শিল্পী সমিতির  সহ-সাধারণ সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্নু, রুমানা ইসলাম মুক্তি, রিয়ানা পারভীন পলি, সনি রহমান ও অভিনেতা শিবা শানু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়