শিরোনাম
◈ রোনালদোর জোড়া গোলের ম্যাচে পর্তুগালের গোল উৎসব ◈ বিসিবি নির্বাচনের আগে বুলবুলের পদত্যাগ চান তামিম ◈ অটোচালকের চোখ উপড়ে আগুনে পুড়িয়ে দিলো মাদক ব্যবসায়ীরা ◈ হাটহাজারীতে ১৪৪ ধারা জারি ◈ ইলিশ এখন স্বর্ণের মতো: সাগরে কমছে উৎপাদন, চড়া দামে বাজার ◈ নুরাল পাগলার আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগের পেছনে যা ছিল ◈ মতিউরকে কারাগারে নেওয়ার সময় অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত ◈ বাংলাদেশের ইলিশ আসবে পূজার আগেই, আশায় বুক বেঁধেছে পশ্চিমবঙ্গের মানুষ ◈ ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন ◈ এশিয়ান কাপ বাছাইয়ে ইনজু‌রি টাই‌মে ই‌য়ে‌মে‌নের কা‌ছে পরা‌জিত বাংলাদেশ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশী অভিনেতা ফেরদৌসের সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে মুখ খুললেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখার

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তবে এবার সেই জল্পনায় সরাসরি প্রতিক্রিয়া জানালেন শ্রীলেখা নিজেই।

যদিও বিনোদন জগতের নায়ক-নায়িকাদের বন্ধুত্ব কিংবা প্রেম নতুন কোনো ঘটনা নয়। এ রকম গুঞ্জন প্রতিদিনই কারও না কারও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায়; অন্দরে কান পাতলেই তা শোনা যায়। এমনই এক গুঞ্জন নেটিজেনদের মাঝে বেশ আলোচনা শুরু হয়েছে বাংলার নায়ককে নিয়ে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরদৌসকে নিয়ে প্রেমের গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন শ্রীলেখা মিত্র।

অভিনেত্রী বলেন, পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি সিনেমার জন্য আমার নাম বলেছিলেন। সিনেমার নাম ‘সিংহ পুরুষ’। ওই সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস। সেই সিনেমার সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।

শান্ত ও নম্র স্বভাবের ফেরদৌসকে দেখে ভালো লেগেছিল শ্রীলেখার। কলকাতায় ফেরার পর অভিনেত্রীর কাছে একাধিক পরিচালকের ফোন আসে। তাদের অন্যতম বাসু চ্যাটার্জি। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ বলে একটি সিনেমা করবেন। নায়িকা শ্রীলেখা। নায়ক খুঁজছেন। 

শ্রীলেখা মিত্র বলেন, ফেরদৌসের কথা বাসু দাকে বলি। আমার সূত্রেই ও টালিউডে পা রাখে। তার মানেই কি প্রেম। কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক— প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়