শিরোনাম
◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুতে অনিশ্চয়তা, চুক্তি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের গড়িমসি ◈ নগরবাসীর জন্য ডিএনসিসির সতর্কবার্তা ◈ এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির: শামীম পাটোয়ারী (ভিডিও) ◈ নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ; নিহত ১ ◈ চিনি কমালেই ওজন নিয়ন্ত্রণ, ত্বক উজ্জ্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ◈ এসসিও ঘোষণাপত্রে ইরানের বিরুদ্ধে আ‌মে‌রিকা ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ◈ যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে: ঢাবি উপাচার্য ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ‌টি-টোয়েন্টির নিলামের চূড়ান্ত তালিকায় ১৪ বাংলাদেশি‌ ক্রিকেটার ◈ সি‌রিজ জ‌য়ের পর লিটন দাস, আমি চেষ্টা ক‌রি প্রতিটি সিরিজ জেতার ◈ হুক ভেঙে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেসের ১৮ বগি

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৪ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রিন্স কাট’ সেলুনটি কত টাকায় কিনেছেন অপু বিশ্বাস

একসময় ঢালিউডে উচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়িকার হাতে বর্তমানে নেই কোনো সিনেমার কাজ। সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যস্ততা এখন ব্যবসা নিয়ে। কাজেই নিজের ব্যবসার পরিধিও বড় করছেন অপু বিশ্বাস। 

এছাড়া নিজের রয়েছে একটি পার্লার। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটা সময় অর্থাবস্থা খারাপ ছিল এই নায়িকার। এখন সেই সংকট অনেকটাই কেটেছে তার। 

সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা, এমনই খবর কয়েক দিন ধরে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর। শোনা যায়, অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছিলেন।

এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, ‘অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।’ তবে কত টাকায় সেলুনটি কিনেছেন অপু বিশ্বাস, তা জানা যায়নি। 

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়।’ 

এই সেলুনটি তিনজন পরিচালনা করবেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এখানে যারা আছেন, তার মধ্যে আমি (অপু বিশ্বাস), এখানে মাসুদ খান আছেন এবং কাজী মাহফুজ- এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়