শিরোনাম
◈ গুলশানে চাদবাজিতে গ্রেফতারের আগে অপুর রেখে যাওয়া ভিডিও বার্তা ◈ পুলিশ ও উপদেষ্টার ভাইয়ের মামলা থেকে জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী ◈ ‌নেপা‌লের বিরু‌দ্ধে দু‌টি প্রী‌তি ম‌্যাচে হামজা চৌধুরী‌কে নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল  ◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায়

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইকে ঘরে এক বছর আটকে রাখেন আমির খান, পেছনে করুণ কাহিনী

নিজের বাড়িতে এক বছরের বেশি সময় ধরে আটকে ছিলেন বলে দাবি বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানের। জানান, কয়েক বছর আগে মুম্বাইয়ের নিজ বাসায় তাকে আটকে রাখেন আমির খান। তবে এর পেছনে রয়েছে এক করুণ কারণ।

সম্প্রতি পিঙ্কিভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল খান জানান, তার পরিবার জানিয়েছেন যে তিনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এমনকী তাকে উদ্দেশ্য করে এও বলা হয়, ‘একজন পাগল মানুষ সমাজের জন্য ক্ষতিকারক!’

সেই এক বছর ধরে তার সঙ্গে কী কী ঘটেছিল, তাও ভাগ করে নেন ফয়সাল খান। তার কথায়, ‘ভাই আমির খান তাকে এক বছর ধরে বন্দি করে রেখেছিলেন। কারণ আমির অনুভব করছিলেন আমি একটা ফাঁদে আটকে আছি। তারা বলছিল আমার সিজোফ্রেনিয়া হয়েছে এবং আমি একজন পাগল মানুষ। আমি সমাজের জন্য ক্ষতিকারক। এই সব কথা বলা হচ্ছিল।’

ফয়সাল জানান, তার ফোন নিয়ে নেওয়া হয়েছিল, বাইরে যাওয়ার অনুমতি ছিল না। তিনি সাহায্যের জন্য প্রার্থনা করতেন এবং আশা করতেন যে তার বাবা তাকে বাঁচাতে আসবেন।

আমির এবং ফয়সালের সম্পর্ক সবসময়ই খারাপ ছিল। একসময় ফয়সাল তার পরিবারের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িত ছিলেন, যখন তার পরিবার যখন তাকে তার স্বাক্ষরের অধিকার ত্যাগ করতে বলেছিলেন, এমনকি আদালতেও যান। 

আমির এবং ফয়সাল ‘মিলেলা’ ছবিতে অভিনয় করেছিলেন। এতে টুইঙ্কল খান্নাও অভিনয় করেন। ধর্মেশ দর্শন পরিচালিত এই ছবিটি ২০০০ সালে মুক্তি পেয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়