শিরোনাম
◈ এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের মাসে ২৫০০ টাকার বৃত্তি, আবেদন করবেন যেভাবে ◈ ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে মোদীর চীন ঘেঁষা কূটনীতি? ◈ আ. লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক ◈ ট্রাম্পের হুঁশিয়ারি বাস্তবায়ন: ভারতকে শাস্তি দিতে আমদানি শুল্ক ৫০% আরোপ ◈ নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ সমুদ্রসৈকত থেকে ফেসবুক লাইভে যা বললেন সারজিস (ভিডিও) ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের দুঃসময়: পারমিট জটিলতায় ৩০৬ জন আটক, বিমানবন্দর থেকে ফেরত ২৬ জন ◈ বিএনপির ভবিষ্যৎ কৌশল নিয়ে লন্ডনে তারেক-ট্রেসি বৈঠক, দেশে ফিরবেন তারেক রহমান ◈ প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ◈ ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০১:২৩ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তোরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলি’

সোমবার নজরুল মঞ্চে ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চে দেব-শুভশ্রী জাদুতে বুঁদ হলো তার ভক্তরা। কলকাতা দেখল এক ঐতিহাসিক মুহূর্ত। যেখানে ৯ বছর পর পাশাপাশি এলেন বাংলা সিনেমার সুপারহিট জুটি দেব-শুভশ্রী। নাচলেন, গাইলেন, তারা মন উজাড় করে কথা বললেন ।

আর সেই কথার ফাঁকেই দেব-শুভশ্রী এমন এক কথা বলে ফেললেন, যা কিনা ‘বিপদ’ ডেকে আনতে পারে তাদের জীবনে। অন্তত, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এমনটাই মনে করছেন।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। যেদিন থেকে খবর গেল রটে, যে ২০১৫ সালে তৈরি হওয়া দেব-শুভশ্রী জুটির ধূমকেতু মুক্তি পাচ্ছে চলতি মাসে।

সেদিন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। যেখানে দেব যাচ্ছেন, সেখানেই প্রশ্ন, তাহলে কি সব অভিমান মিটিয়ে ফের সিনেপর্দায় অন্যান্য জুটিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে দেব-শুভশ্রী জুটি? শুধু দেবই নয়, শুভশ্রীর কাছেও রাখা হতো এই একই প্রশ্ন! আর দুজনের মুখেই একই উত্তর, ভাল চিত্রনাট্য হলে, কেন নয়!

সোমবারও এই একই প্রশ্ন গেল পাশাপাশি বসে থাকা দেব-শুভশ্রীর কাছে। আর এবার তারা তাদের উত্তরের সঙ্গে জুড়লেন কৌশিক গঙ্গোপাধ্যায়কে। দেব তো বলেই ফেললেন, আমরা কি ছবি করব? কৌশিকদা তো বুম্বাদা আর জয়া আহসানকে ছাড়া আর কাউকে চেনেন না! কবে আমাদের সঙ্গে কাজ করেছে, তারপর তো দাদা আমাদের ভুলেই গিয়েছে!

দেবের এমন উড়ে আসা সিক্সার উত্তরকে ক্যাচ করলেন ধূমকেতু পরিচালক।

তারপরই একেবারে সুপারহিট উত্তর। কৌশিক স্পষ্ট জানালেন, তোরা এবার নিজেরাই, নিজেদের বিপদ ডেকে আনলি। এরপর তোদের একসঙ্গে কাজ করতেই হবে। তোদের জন্য চিত্রনাট্য তৈরি করছি আমি। তোদের কিন্তু কাজ করতেই হবে।

দেব-শুভশ্রীকে নিয়ে বরাবরই উত্তেজনার পারদ তুঙ্গে। জুটি বেঁধে তারা বাংলা ছবির বক্স অফিসকে একসময় আলো করে রাখতো। কিন্তু ব্যক্তিগত নানা কারণে সেই জুটি বেঁধে যায়। তবে সোমবার ৯ বছর পর দেব-শুভশ্রীকে পাশাপাশি এসে যখন দাঁড়ালেন, তখন সম্পর্কের বরফ গলল। দুজনেই , দুজনের দিকে বাড়িয়ে দিলেন বন্ধুত্বের হাত। সেই বন্ধুত্বকেই হয়তো ফের ফ্রেমে বন্দি করতে এবার তৎপর হবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। হয়তো ফের দেখা মিলবে ধূমকেতু জুটির। সূত্র: টিভি নাইন বাংলা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়