শিরোনাম
◈ ‘সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই এখন পর্যন্ত’ ◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয় ◈ “জাতীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল”, মির্জা ফখরুলের বক্তব্য খণ্ডন করলেন নাহিদ ইসলাম ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংকে ৫ কোটি টাকা ফ্রিজ ◈ অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এসেছে ◈ মৌলভীবাজারে দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই ◈ টিকটক প্রেম থেকে বিয়ে: সুমাইয়ার টানে চীন থেকে মাদারীপুরে শি তিয়ান জিং

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৩:২৯ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ খুলে যায় জেনিফার লোপেজের স্কার্ট! ভিডিও ভাইরাল

তারকাদের ঝকঝকে ফ্যাশন যেমন দর্শকদের নজর কাড়ে, তেমনই নানা সময় তাঁদের পোশাক বিভ্রাটও হয়ে ওঠে চর্চার বিষয়। বড় কোনো শো কিংবা অনুষ্ঠান, সবখানেই শত শত ক্যামেরা সবসময়ই তাক করে থাকে এই তারকাদের দিকে। ফলে একবার কোনো অস্বস্তিকর মুহূর্ত ঘটলেই তা চোখের পলকে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ঠিক যেমনটা সম্প্রতি ঘটেছে হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে।

লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ খুলে যায় তাঁর স্কার্ট! মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা। এসময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট। গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি।

হঠাৎ খুলে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ। শুধু তাই নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এই পপ তারকা। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার। 

মঞ্চে আচমকা এমন ঘটনা সামলে নিয়ে হাসতে হাসতে লোপেজ বলেন, ‘আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না।’ এসময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, ‘তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়