শিরোনাম
◈ ‘সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই এখন পর্যন্ত’ ◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয় ◈ “জাতীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল”, মির্জা ফখরুলের বক্তব্য খণ্ডন করলেন নাহিদ ইসলাম ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংকে ৫ কোটি টাকা ফ্রিজ ◈ অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এসেছে ◈ মৌলভীবাজারে দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই ◈ টিকটক প্রেম থেকে বিয়ে: সুমাইয়ার টানে চীন থেকে মাদারীপুরে শি তিয়ান জিং

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৩:১৯ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফাইজলামির একটা সীমা আছে’, মনগড়া খবরে খেপলেন মৌ শিখা

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা। কাজ করেছেন অনেক নাটকে। তবে আড়াই মাস ধরে অভিনেত্রীর হাতে কোনো কাজ নেই। এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন মৌ শিখা।

জানান, তিনি কাজ করে যেতে চান। তাকে যেন বেঁচে থাকতেই মূল্যায়ন করা হয়। মৃত্যুর পর তার জন্য আফসোস করে লাভ নেই। মৌ শিখার সেই পোস্ট ব্যাপক ভাইরাল হয়ে যায়।

তার বর্তমান অবস্থায় দুঃখপ্রকাশ করেন অনুরাগী ও তারকা সহকর্মীরাও। বলতে গেলে শোবিজ অঙ্গনে বেশ আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী। তবে সেই আলোচনা এখন অভিনেত্রীর জন্য আরো বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে। অভিনেত্রীর অভিযোগ, তার সেই পোস্ট পুজি করে ভিউ ব্যবসায়ীরা মনগড়া ভিডিও, কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন।

এমন সব বিষয় উল্লেখ করে কনটেন্ট বানানো হচ্ছে যা একেবারেই অযৌক্তিক। তিনি সামাজিকভাবে হেয় হচ্ছেন। 
সম্প্রতি নতুন এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, ‘দৃষ্টি আকর্ষণের জন্য বলছি- আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আগের তুলনায় আমাদের কাজ কম হচ্ছে এই আফসোস নিয়ে।

অথচ কিছু কিছু ইউটিউবার, ব্লগার আমার এই পোস্টটাকে নিজেদের মতো করে বিভিন্ন নাটক থেকে দুঃখী দুঃখী চেহারার ছবি নিয়ে নানানভাবে ভিডিও করে ছেড়ে দিচ্ছে! আমি কখনোই বলি নাই আমি বাসা ভাড়া দিতে পারছি না, সংসার চালাতে কষ্ট হচ্ছে, তাহলে এইসবের মানে কি?’ 

শিখা লিখেছেন, ‘এখানে বলা হয়েছে যে আমরা যারা রেগুলার কাজ করতাম তারা কাজ ছাড়া সময় কাটাতে কষ্ট হচ্ছে। তাই যেন একটু খেয়াল করা হয় যাতে আমরা আগের মত কাজ করতে পারি।

এইসব না বলে আমাদের স্ট্যাটাসকে নানাভাবে নিজেদের মতো করে তারা ব্যবসা করছে। এরকমভাবে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে যা খুবই বিরক্তিকর ও কষ্টদায়ক। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি- এইসব ফাইজলামির একটা সীমা আছে।’

মৌ শিখা দীর্ঘদিন ধরেই টিভি নাটকে কাজ করছেন। অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। শিখা মৌ অভিনীত সিনেমার তালিকাও ছোট নয়। ‘মিশন এক্সট্রিম’, ‘ছায়াবৃক্ষ’, ‘লকডাউনের ভালোবাসা’, ‘মন বোঝে না’, ‘সোলমেড’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ শিরোনামের সিনেমায় তাকে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় আছে ‘জমজ ভূতের গল্প’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়