শিরোনাম
◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে ◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৮:৩০ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার  উপর নির্মিত তথ্যচিত্র জিতল গোল্ডেন এপ্রিকট পুরস্কার

চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজার মানুষের জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’’  গোল্ডেন এপ্রিকট পুরস্কার জিতেছে। ২০ জুলাই অনুষ্ঠিত ২২তম গোল্ডেন এপ্রিকট ইয়েরেভান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

ইরানি তথ্যচিত্রটি আঞ্চলিক প্যানোরামা প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। ইরানি পরিচালক আমির নাদেরি জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। সেপিদে ফারসি পরিচালিত ‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ উৎসবের গোল্ডেন এপ্রিকট জিতেছে। খবর বার্তা সংস্থা ইসনার।

১১২ মিনিটের ফ্রান্স/প্যালেস্টাইন চলচ্চিত্রটিতে ফিলিস্তিনিদের চলমান গণহত্যার প্রতি চলচ্চিত্র নির্মাতার প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। ফারসি মনে করেন, ফাতিমা হাসৌনার সাথে দেখা করার সময় একটি অলৌকিক ঘটনা ঘটে। গাজায় তিনি তার চোখ হয়ে ওঠেন। সেখানে তিনি যুদ্ধের তথ্যচিত্র ধারণের সময় প্রতিরোধ করেছিলেন। ফার্সি ভাষা তার এবং বিশ্বের মধ্যে একটি সংযোগস্থল হয়ে ওঠে। এর তিনি নাম দেন ‘গাজা কারাগার’।

প্রায় এক বছর ধরে তারা এই জীবনধারা বজায় রেখেছিলেন। তারা যে শব্দ এবং পিক্সেলের আদান-প্রদান করেছিলেন তা চলচ্চিত্রে পরিণত হয়। ১৬ এপ্রিল ফাতিমার বাড়িতে ইসরায়েলি অভিযানের ফলে তার হত্যাকাণ্ডের অর্থ চিরতরে বদলে যায়।

১৩ জুলাই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব চলচ্চিত্রে অসামান্য শৈল্পিক অবদানের জন্য নাদেরিকে গোল্ডেন এপ্রিকটের সর্বোচ্চ সম্মাননা পারাজনভের থ্যালার পুরস্কার প্রদান করা হয়। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়