শিরোনাম
◈ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিবৃতি,গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি ◈ ৩০ বছর পর ফুটলো পদ্ম, ফিরে এল কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবিকার আশ্বাস ◈ গোপালগঞ্জে সংঘর্ষের পর সুনসান নীরবতা, কারফিউর মধ্যে থমথমে পরিস্থিতি ◈ কোকেন পাচারে গ্রেফতার, সন্তানের সঙ্গে যোগাযোগহীন অস্ট্রেলিয়ান তারকা ম্যাকগিল ◈ ২৪ দলের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ভাবনা, দু’ধাপে টেস্ট বিশ্বকাপ নিয়েও আলোচনা আই‌সি‌সির সভায় ◈ গোপালগঞ্জ সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর ছবি ও তথ্য ছড়ানোর অভিযোগ! ◈ হরভজন সিং‌য়ের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন বাংলাদেশের ক্রিকেটার মে‌হে‌দি হাসান ◈ ১০ বছর ধরে খেলছি, জ‌য়ের ব‌্যাপা‌রে বিশ্বাসের কোনো কমতি ছিল না: লিটন দাস ◈ ইসরাইল ১২ দিনের যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে কালোজাদু দাবি ইরানের, মোসাদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া ◈ এনসিপি নেতাদের উপহাস করার অভিযোগে দিনাজপুরের এএসপি প্রত্যাহার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ের মতো শহরে এমন প্রতারণা আশা করেননি অর্চনা পূরণ সিং

বলিউড অভিনেত্রী অর্চনা পুরণ সিং সম্প্রতি দুবাইতে ছুটি কাটাতে গিয়ে এক অপ্রীতিকর  অভিজ্ঞতার শিকার হলেন। পরিবারের সঙ্গে ইনডোর স্কাইডাইভিংয়ের জন্য অনলাইনে টিকিট বুক করে তিনি লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই ঘটনায় স্তম্ভিত ও ক্ষুব্ধ অভিনেত্রী ও তাঁর পরিবার।

অর্চনা জানান, তিনি স্বামী পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানের সঙ্গে দুবাইতে ইনডোর স্কাইডাইভিংয়ের অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন। সেইমতো একটি ওয়েবসাইট থেকে অনলাইনে তিনটি স্লটের জন্য টিকিট বুক করেন এবং তার জন্য মোটা অঙ্কের টাকাও পরিশোধ করেন। কিন্তু নির্দিষ্ট দিনে তারা স্কাইডাইভিংয়ের কাউন্টারে পৌঁছালে জানতে পারেন যে তাঁদের নামে কোনো বুকিং নেই এবং তাঁদের টিকিটগুলি অবৈধ।

এই ঘটনায় হতবাক অর্চনা বলেন, "আমরা প্রতারিত হয়েছি। যে ওয়েবসাইট থেকে আমরা টাকা দিয়েছিলাম, সেটি আসল ছিল না। দুবাইতে এসে আমাদের টাকা খোয়াতে হলো। আমি বিশ্বাসই করতে পারছি না দুবাইয়ের মতো একটি শহরে এমন ঘটনা ঘটতে পারে, যেখানে আইনকানুন এত কঠোর।" তিনি আরও জানান, টিকিটের দাম মোটেই সস্তা ছিল না।

অর্চনার ছেলে আর্যমান জানান, যে ওয়েবসাইট থেকে বুকিং করা হয়েছিল, সেটি এখন আর ইন্টারনেটেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, "আমরা ৪ মিনিটের প্যাকেজ বুক করেছিলাম, কিন্তু পরে জানতে পারি আসল অভিজ্ঞতাটি মাত্র ২ মিনিটের। প্রথমে ভেবেছিলাম কোনো প্রযুক্তিগত সমস্যা, কিন্তু পরে বুঝতে পারি আমরা প্রতারণার শিকার হয়েছি।"

অর্চনার স্বামী, অভিনেতা পারমিত শেঠিও এই ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করে বলেন, যে ব্যক্তি এই প্রতারণা করেছে সে এখন তাঁদের টাকায় মজা করছে।

এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে অনলাইন লেনদেনের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন, এমনকি দুবাইয়ের মতো সুরক্ষিত শহরেও প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে। একটি আনন্দের পারিবারিক ভ্রমণ এই প্রতারণার কারণে তিক্ত অভিজ্ঞতায় পরিণত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়