শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার শাকিবের বিপরীতে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া?

শাকিব খান ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীরের’ জীবনী অবলম্বনে নির্মিত হতে চলেছে এক আলোড়ন সৃষ্টিকারী সিনেমা। যেখানে ভয়ংকর কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখা যাবে ঢালিউড কিং শাকিব খানকে। আর তার বিপরীতে থাকছেন বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এমন গুঞ্জনে ইতোমধ্যেই তোলপাড় সিনে দুনিয়া।

সাম্প্রতিক সময়ে দেশের সিনে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত নাম শাকিব খান। দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দেওয়ায় তিনি প্রযোজকদেরও পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন। তাই এই সুপারস্টারকে নিয়ে প্রযোজকরা বড় বাজেটে সিনেমা নির্মাণে আগ্রহী।

এরই ধারাবাহিকতায় নতুন এক নারী প্রযোজকের প্রযোজনায় নির্মিত হতে চলেছে এই সিনেমা। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি সিনেমার নাম। তবে ইতোমধ্যে শাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে নির্মাতার। আর এখানেই শেষ নয়, সিনেমার বাজেট যেহেতু বড় তাই সিনেমার নির্মাণ প্রতিষ্ঠান নায়িকা নিতে চাচ্ছেন বলিউড থেকে।

গুঞ্জন শোনা যাচ্ছে, যদি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শাকিব খানের সঙ্গে অভিনয় করতে রাজি হন তাহলে তারা প্রিয়াঙ্কাকেই কাস্টিং করতে রাজি আছেন তারা। তবে এ তথ্যটি এখনো পর্যন্ত শুধুই একটি গুঞ্জন । যদি এটি সত্যি হয় তাহলে এটিই হবে বাংলা সিনেমার ইতিহাসের এক বড় চমক।

জানা যায়, শাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা, পারিশ্রমিকসহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।

চলচ্চিত্রটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং গল্পের চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন মেজবাউদ্দিন সুমন।

তবে শাকিবের বিপরীতে আর কারা এ সিনেমায় অভিনয় করছেন এ বিষয়ে এখনো কোনো কিছু নিশ্চিত করেননি নির্মাতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়