শিরোনাম
◈ মার্কিন শুল্ক: বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা ◈ ক্ষমতার চূড়ান্ত পরিণতি, শাসকদের জন্য যে শিক্ষা রেখে গেল হাসিনার পতন: স্টেটসম্যানের সম্পাদকীয় ◈ সংবিধান, সংস্কার ও সমাধান: রাজনৈতিক দলগুলোর প্রতি আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি ◈ হাইকোর্টে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত, আপিলের সিদ্ধান্ত দুদকের ◈ সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ’—অর্থনীতিতে আশাবাদী বিশ্বব্যাংক ◈ ডলারের দাম আরও কমেছে, বাড়ছে টাকার মান ও রিজার্ভ ◈ ঝালকাঠিতে এনসিপি’র গাড়িবহর আটকে দিলো বৈষম্যবিরোধীদের একটি পক্ষ (ভিডিও) ◈ নেপা‌লের বিরু‌দ্ধে শ্বাসরুদ্ধকর জয় বাংলা‌দেশ নারী দ‌লের ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার ◈ মাহফুজ হত্যাকাণ্ড: ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ০১:২৩ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় পুরোহিত আশীর্বাদ দেওয়ার নাম করে ব্লাউজের ভেতরে হাত ঢুকিয়ে দেন, অভিযোগ লিশালিনির

মালয়েশিয়ার একটি হিন্দু মন্দিরে পূজা করতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন দেশটির সুন্দরী প্রতিযোগিতা "মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২১"–এর বিজয়ী লিশালিনি কানারান। অভিযোগ উঠেছে ওই মন্দিরে দায়িত্ব পালনকারী এক ভারতীয় পুরোহিত আশীর্বাদ দেওয়ার নাম করে তাকে অশালীনভাবে স্পর্শ করেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত পুরোহিতের বিরুদ্ধে মামলা দায়ের করে তার সন্ধানে তল্লাশি শুরু করেছে।

সেপাং জেলা পুলিশ প্রধান এসিপি নোরহিজাম বাহামান মালয় মেইলকে বলেন, অভিযুক্ত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক যিনি মন্দিরের নিয়মিত পুরোহিত দেশের বাইরে থাকায় অস্থায়ীভাবে দায়িত্বে ছিলেন।

ঘটনাটি ঘটে গত ২১ জুন সেপাংয়ের মারিয়াম্মান মন্দিরে যা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছুটা দূরে অবস্থিত। লিশালিনি জানিয়েছেন, সেদিন তিনি একা মন্দিরে যান, কারণ তার মা ভারতে ছিলেন। তিনি জানান, মন্দিরে গিয়ে পূজার একপর্যায়ে পুরোহিত তার কাছে এসে বলেন, তিনি পবিত্র জল এবং এক ধরনের রক্ষাকবচ নিয়ে এসেছেন, যা তাকে আশীর্বাদ করার জন্য ব্যবহার করবেন।

লিশালিনি বলেন, “তিনি আমাকে অনেকক্ষণ অপেক্ষা করান। এক ঘণ্টারও বেশি সময় পরে তিনি আমাকে তার ব্যক্তিগত অফিসে যেতে বলেন। ভেতরে ঢোকার পর তিনি আমাকে বসতে বলেন, আর নিজে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি একটি তীব্র গন্ধযুক্ত তরল পদার্থ পবিত্র জলে মিশিয়ে বলেন, এটা ভারত থেকে আনা হয়েছে, সাধারণ মানুষকে এটি দেওয়া হয় না।”

তিনি আরও অভিযোগ করেন, “পুরোহিত বারবার জল ছিটাতে থাকেন, এমন পর্যায়ে গিয়ে আমার চোখ পর্যন্ত খোলা রাখা সম্ভব হয়নি। এরপর তিনি আমাকে পাঞ্জাবি স্যুট উপরে তুলতে বলেন। এরপর তিনি আমার ব্লাউজের ভেতরে হাত ঢুকিয়ে দেন।”

ঘটনার বিস্তারিত লিশালিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি জানান, পুরো ঘটনার সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কিন্তু পরে সাহস সঞ্চয় করে তা জনসমক্ষে আনেন।

মালয়েশিয়ান পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতারে চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়