মনিরুল ইসলাম: রাজধানী ঢাকার বনানীস্থ এশিয়ান এবি পলিমার ইন্ডাষ্ট্রিজ লিঃ এর নিজস্ব কার্যালয়ে “এবি
পলিমার”এর বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম এর জন্য থিমেটিক ওভিসি, টিভিসি প্রচারণামূলক কর্মকান্ডে অংশগ্রহনের
লক্ষ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর করেন এশিয়ান এবি পলিমার ইন্ডাষ্ট্রিজ লিঃ এর
চেয়ারম্যান বিলাস দাশ এবং দেশের স্বনামধন্য অভিনয় শিল্পী জনাব ফারুক আহমেদ ও ডাঃ এজাজুল
ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিরেক্টর, বিজনেস অপারেশনস জনাব সৌরভ কুমার দাশ, অ্যাসিসটেন্ট
জেনারেল ম্যানেজার, সেলস কাওসার সরকার, সিনিয়র ম্যানেজার, ব্র্যান্ড জনাব সাকিব হোসেন অর্ক এবং
সমন্বয়কারী এজেন্সী প্রিয়ন্তীর সিইও মনোয়ার পাঠানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডা: এজাজ বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ভালো লাগছে। চেষ্টা করবো এই প্রতিষ্ঠানের পণ্য প্রচারে সহযোগিতা করতে। সাথে মানবিক কাজেও নিজকে নিবেদিত করবো।