শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০৮:২৯ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ বছরের আইনি লড়াই শেষে ‘ব্র্যাঞ্জেলিনা’র বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।

মঙ্গলবার অ্যাঞ্জেলিনার আইনজীবীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

জোলির জন্যে ঋণের জালে ব্র্যাড পিট!

ব্র্যাড পিটের আইনজীবী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

২০১৪ সালে অ্যাঞ্জেলিনা-ব্র্যাড বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ছয় সন্তান রয়েছে।

২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা।

এই ঘোষণার পর শিশুরা কার জিম্মায় থাকবেন, সে বিষয়টি নিয়ে এক দীর্ঘ ও তিক্ত আইনি লড়াইয়ে অবতীর্ণ হন এই দুই তারকা।

২০২১ সালে এক বিচারক বাবা-মা উভয়কেই শিশুদের যৌথ জিম্মাদারের ঘোষণা দেয়।

ভক্তদের কাছে 'ব্র্যাঞ্জেলিনা' নামে পরিচিত এই দম্পতি ২০০৫ সালে একে অপরের সঙ্গে পরিচিত হন। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার সেটে তাদের পরিচয় ও পরবর্তীতে প্রণয় হয়।

এটা ছিল ব্র্যাডের দ্বিতীয় বিয়ে। এর আগে ফ্রেন্ডস তারকা জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন তিনি। অ্যাঞ্জেলিনা এর আগে বিলি বব থর্নটন ও জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।

অ্যাঞ্জেলিনার দর্শকনন্দিত সিনেমার মধ্যে আছে লারা ক্রফট: টুম্ব রেইডার, চেঞ্জলিং ও গার্ল, ইন্টারাপটেড। ব্র্যাড পিটের বিখ্যাত সিনেমার মধ্যে আছে ফাইট ক্লাব, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড ও টুয়েলভ মাংকিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়