শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে

স্পোর্টস ডেস্ক;  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা। টাইগার যুবাদের কাছে ১৪৬ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। আর তাতেই সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল। 

আগে ব্যাট করে জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে ৩৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মাত্র ১৯০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। --- ডেই‌লি ক্রিকেট

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী। দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারায় জুনিয়র টাইগাররা। ২৪ বলে ১৯ রান করে ফেরেন কালাম।

তবে আরেক ওপেনার জাওয়াদ আক্রমণাত্মক ব্যাটিং থেকে সরে আসেননি। শ্রীলঙ্কার বোলারদের বাজে বল পেলেই মেরেছেন বাউন্ডারি। জাওয়াদকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলেন তামিম। কিন্তু অধিনায়ক ৩১ বলে ২৩ রান করে ফিরলে ভাঙে জুটি।

চার নম্বরে উইকেটে এসে দারুণ ব্যাটিং করেছেন রিজান। জাওয়াদের সাথে গড়েন ১৩৫ রানের জুটি। ১১৫ রানে জাওয়াদ আউট হলে ভাঙে সেই জুটি। সেঞ্চুরির সুযোগ ছিল রিজানের। কিন্তু ৭৭ বলে ৮২ রান করে ফিরলে তা আর হয়নি।

শেষের দিকে ১১ বলে ১৯ রানের ইনিংস খেলেছেন দেবাশীষ দেবা। মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩২ রান। সাইমুন বশির খেলেছেন ৯ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিও।

শ্রীলঙ্কার হায়ে ৩টি উইকেট শিকার করেছেন রাসিত নিমসারা। তবে দশ ওভারে রান দিয়েছেন ৯৬। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। কোনো প্রতিরোধ গড়তে পারেনি তারা।

শ্রীলঙ্কার হয়ে ৬৬ রানের ইনিংস খেলেছেন ভিমাথ দিশারা। যা শুধুমাত্র তাদের হারের ব্যবধান কমাতে পেরেছে।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন আল ফাহাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়