শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

প্রকাশিত : ২৪ জুন, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার নাম বাদ পড়া ছিল টাইপিং ভুল: সালাহউদ্দিন খান

মনিরুল ইসলাম: সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের বিরুদ্ধে দায়ের করা মামলায় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার নাম না থাকায় বিভ্রান্তি দেখা দেয়। মঙ্গলবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি স্পষ্ট করেন দলের নির্বাহী কমিটির সদস্য ও মামলা বিষয়ক সমন্বয়কারী, সাবেক পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন খান।

তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলায় ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের সময় দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ২০২৪ সালের দায়িত্বে থাকা কমিশনার বেগম রাশেদা সুলতানার নাম টাইপিং ভুলের কারণে বাদ পড়ে যায়। তার নাম বাদ পড়ার পেছনে অন্য কোনো কারণ নেই।”

তিনি আরও জানান, সংশোধিত আবেদন সংশ্লিষ্ট থানায় দ্রুতই জমা দেওয়া হবে।

গত ২২ জুন (রোববার) বিএনপির পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়, যেখানে তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়