শিরোনাম
◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহে নতুন যুগ: তেল পরিবহনে সময় বাঁচবে দেড় দিন, বছরে সাশ্রয় ৩০০ কোটি টাকা ◈ মেয়াদ বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের  ◈ বিশ্ববাজারে দাম কমলেও দেশে স্থির: ৫ লাখ টন চাল আমদানির অনুমতি পেল ২৪২ প্রতিষ্ঠান ◈ ১ অক্টোবর থেকে হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ◈ সিন্ধু পানিবণ্টন চুক্তি: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান ◈ দেশে বৃষ্টি বাড়ার পূর্বাভাস, ১৩ আগস্টের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ ◈ ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ◈ জনমত উপেক্ষা করেই বিদেশিদের দায়িত্বে দেয়া হ‌চ্ছে চট্টগ্রাম বন্দর? ◈ বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড ভারতের ওপর আস্থা হারিয়ে এখন থাইল্যান্ড ও মালয়েশিয়ার শরণাপন্ন ◈ চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০২:১৪ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ টাকায় ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু আজ

আজ মঙ্গলবার ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। প্রতিটি মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীরা আগামী ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ১৯ আগস্ট, বিকেল ৩টা।

প্রার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন।একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র প্রার্থীকে সংশ্লিষ্ট হল রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে।

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া সাপেক্ষে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়