শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৭ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার জাবিতে পোষ্য কোটা বাতিল ঘোষণা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বেলা পাঁচটার দিকে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ ৭ ঘন্টা আলোচনা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের এ সিদ্ধান্ত জানান উপাচার্য । 

অধ্যাপক কামরুল আহসান বলেন, কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি মিটিং এর সিদ্ধান্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকছে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রকৃত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের দাবি আদায়ে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। 

এর আগে সম্পূর্ণ পোষ্য কোটা বাতিলের দফা দাবিতে দুপুর দুইটা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পোষ্য কোটা বাতিল না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। 

উদ্ভূত পরিস্থিতিতে বেলা পাঁচটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে থেকে বের হয়ে রাত সাড়ে ১২টায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানান উপচার্য অধ্যাপক কামরুল আহসান। 

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ব্যক্তিগতভাবে আমি এ পোষ্য কোটার বিরুদ্ধে ছিলাম; কিন্তু উপাচার্য হিসেবে আমাকে সব স্টেক হোল্ডাদের সঙ্গে বিভিন্ন সময় মিটিং করে সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এখন থেকে কোনো পোষ্য কোটা থাকছে না। 

এর আগে গত মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়