শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকায়, যা আগের দামের তুলনায় ১ হাজার ২৪৮ টাকা কম।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে গত ২৯ মার্চ বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড গড়ে।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী—

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বাজুস মোট ১৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করেছে, যার মধ্যে ১৪ বার মূল্যবৃদ্ধি এবং ৩ বার মূল্য হ্রাস করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি ২০২৫ সালে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। সর্বশেষ ২৮ মার্চ এটি বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায়।

বিশ্ববাজারে দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হারসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রভাবকে কেন্দ্র করেই দেশের বাজারে স্বর্ণের দামে এমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়