শিরোনাম
◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকায়, যা আগের দামের তুলনায় ১ হাজার ২৪৮ টাকা কম।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে গত ২৯ মার্চ বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড গড়ে।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী—

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বাজুস মোট ১৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করেছে, যার মধ্যে ১৪ বার মূল্যবৃদ্ধি এবং ৩ বার মূল্য হ্রাস করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি ২০২৫ সালে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। সর্বশেষ ২৮ মার্চ এটি বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায়।

বিশ্ববাজারে দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হারসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রভাবকে কেন্দ্র করেই দেশের বাজারে স্বর্ণের দামে এমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়