শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় চড়া দামে খেতে হচ্ছে মানহীন খাবার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবারের মান এবং দাম নিয়ে অসন্তুষ ক্রেতা ও দর্শনার্থীরা। মেলায় গিয়ে দ্বিগুণ দামে মানহীন খাবার কিনে খেতে হচ্ছে বলে অভিযোগ তাদের। 

ক্রেতা ও দর্শনার্থীরা অভিযোগ করে বলেন, পানি ও কোমল পানীয়র ক্ষেত্রেও দাম গুনতে হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।

কাচ্চি দাবি করা হলেও নেই চিরচেনা গুণ ও স্বাদ। আধাসিদ্ধ মুরগির চাপ। বাটার নানে নেই মাখনের ছিটেফোঁটা। এমন চিত্র ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাংলা খাবারের দোকানে।

ক্রেতা-দর্শনার্থীর অভিযোগ, ঘুরতে এসে বাধ্য হয়ে চড়া দামে খেতে হচ্ছে মানহীন খাবার। হোটেলের খাবারের তুলনায় কয়েকগুণ বেশি দাম রাখা হচ্ছে এসব দোকানে।
 
খাবারের মান নিয়ে ক্রেতা বিক্রেতার কাছে অসন্তুষ্টি জানালে তাকে টাকা ফেরত দেওয়া হয়। 

জানা যায়, মানে পিছিয়ে থাকলেও দামের বেলায় দুই ধাপ এগিয়ে খাদ্যপণ্যগুলো। মূল্য তালিকায় প্রতিটি খাবারের দ্বিগুণ দাম লিখে রাখা হয়েছে। পানি ও কোমল পানীয়র ক্ষেত্রেও নির্ধারিত মূল্যের চেয়ে দিতে হবে বাড়তি ৫ টাকা করে। যদিও মানের দিকটা হালকাভাবেই দেখেন মালিকপক্ষ। আর দামের দায় চাপিয়ে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর।
 
ব্যবসায়ীরা বলেন, ভুলত্রুটি অবশ্যই আছে। তবে খাবারের মান খারাপ নয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া দামেই খাবার বিক্রি হচ্ছে। নেওয়া হচ্ছে না বাড়তি টাকা।
 
এদিকে সঙ্গতকারণেই দ্বিগুণ মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। 

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার বলেন, মেলা প্রাঙ্গণের খাবারের দাম কিছুটা বেশি হওয়াটাই স্বাভাবিক। কারণ দোকান ভাড়া, পরিবহন ও শ্রমিক খরচ বিবেচনায় নিয়ে দাম নির্ধারণ করা হয়েছে।
 
তবে মেলা প্রাঙ্গণে খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ করা হয় বলে দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের এই সচিবের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়