শিরোনাম
◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ◈ মার্কিন শুল্কছাড়ে লাভবান বাংলাদেশ, ধস নেমেছে ভারতের টেক্সটাইল শেয়ারবাজারে ◈ বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার পাবে সোনামসজিদ স্থলবন্দর: নৌ উপদেষ্টা

প্রকাশিত : ০৫ জুন, ২০২৫, ১১:২৪ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে জানা গেল ঢাকার ধামরাইয়ে ট্রিপল  মার্ডারের আসল রহস্য!

দুই শ্যালক ও শাশুড়িকে হত্যার পর স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে থাকেন রবিন। পূর্ব আক্রোশের জেরে রবিন হুসেন বালিশ চাপা দিয়ে পর্যায়ক্রমে ১৭ বছর বয়সি শ্যালক শামীম হোসেন, শাশুড়ি নার্গিস বেগম ও ছয় বছরের শ্যালক শরীফ হোসেনকে হত্যা করে। পরে তিনি নিজ বাড়ি কামারপাড়া গিয়ে স্ত্রীর সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে থাকে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা জেলা পিবিআইয়ের হাতে গ্রেফতার হত্যাকারী রবিন হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দির বরাত দিয়ে ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই খোদা সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই জানায়, ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে নার্গিস আক্তারের মেয়ে নাসরিন আক্তারের স্বামী রবিন হোসেন টিনের দরজা খুলে শাশুড়ির ঘরে প্রবেশ করে। এর পর প্রথমে এক খাটে ঘুমিয়ে থাকা বড় শ্যালক শামীম হোসেনের (১৭) বুকের উপর উঠে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে।

এরপর অপর খাটে শাশুড়িকে একই কায়দায় বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিতের পর ছোট শ্যালক শরীফকেও একইভাবে হত্যা নিশ্চিত করে। পরে সে নিজ বাড়ি কামারপাড়া গিয়ে স্ত্রীর সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে থাকে। স্ত্রী নাসরিন আক্তার বিন্দুমাত্র এ হত্যাকাণ্ডের ঘটনা বুঝতে পারেনি।

পরদিন সকালে মাকে ও বড় ভাইকে বারবার তাদের মোবাইল ফোনে কল করে তাদের সঙ্গে কথা বলতে না পেরে নাসরিনের মনে সন্দেহ হয়। পরে তিনি বাবার বাড়িতে যান তাদের সন্ধান নিতে। ভিতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই দেখেন- দুই খাটে তার দুই ভাই ও মায়ের লাশ পড়ে আছে।

এ ঘটনায় মামলার পর ঢাকা জেলা পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তাদের তদন্তে ঘটনার রহস্য বেরিয়ে আসে। তারা জামাতা রবিন হোসেনকে গ্রেফতার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে রবিন হত্যার বিষয় স্বীকার করেন।

এরপর ঢাকা জেলা পিবিআই বৃহস্পতিবার দুপুরে এ হত্যাকাণ্ডের বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা জেলা পিবিআই পুলিশ সুপার কুদরতি খোদা।  সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়