শিরোনাম
◈ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রিয়াজ ◈ শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি আইনে বড় পরিবর্তন আসছে ◈ অবৈধ পথে আমেরিকা পাড়ি: ফিরলেন কেবল হতাশা নিয়ে ◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩৬ টি মোবাইল ফোনসহ  ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের ছিনতাইকৃত ১৩৬ টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

গ্রেফতারকৃতরা হলো- মোঃ উজ্জল (৩৫), মোঃ সোহাগ (২১),  মোঃ সিয়াম (১৮),  মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৪) ও  জাহিদুল ইসলাম (৩৫)। 

সোমবার  গুলিস্তানের নগর ভবনের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরীসহ সারা দেশে ছিনতাইকারীদের সঙ্গে সিন্ডিকেট গড়ে তুলে ছিনতাইকৃত মোবাইল ফোন ঢাকায় এনে গুলিস্তান ও আশপাশের এলাকায় অবৈধভাবে বিক্রি করতো।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি  যাত্রাবাড়ী এলাকা হতে ৫০টি মোবাইল ফোনসহ মোঃ কাউছার (৩৭) নামক একজনকে গ্রেফতার করে সিটিটিসি। এ সংক্রান্তে গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়। উক্ত মামলার তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী  সোমবার সিটিটিসি স্পেশাল এ্যাকশন গ্রুপের অভিযানে বিভিন্ন মডেলের ১৩৬ টি মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে সম্পৃক্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের  যাত্রাবাড়ী থানার মামলায় আদালতে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়