শিরোনাম
◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউমার্কেট এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ঢাকা কলেজের তিন নেতা (ভিডিও)

রাজধানীর নিউমার্কেট এলাকায় 'চাঁদাবাজ' আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, চাঁদাবাজ দাবি করে এক যুবককে আটক করে পুলিশ সদস্যের হাতে তুলে দেওয়া হচ্ছে।

এর আগে এক যুবককে ঘিরে চাঁদাবাজির অভিযোগ তুলে জেরা করছেন একাধিক ব্যক্তি। এছাড়া ‘ঢাকা কলেজের নামে চাঁদাবাজি, চলবে না চলবে না’; ‘ছাত্রদলের নামে চাঁদাবাজি; চলবে না চলবে না’- বলে স্লোগান দিতেও দেখা যায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফয়েড ফেসবুক পেইজে এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, 'ছাত্রদলের চাঁদাবাজিতে অতিষ্ঠ নিউমার্কেট ও ঢাকা কলেজের আশেপাশের ব্যবসায়ীরা। আজকে ছাত্রদল নেতারা চাঁদাবাজি করতে গেলে ব্যবসায়ী ও ছাত্র-জনতা ছাত্রদলের চাঁদাবাজদের প্রতিহত করে। এদের পরিচয় হচ্ছে- ঢাকা কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, মাসুদুর রহমান জীবন ও ছাত্রদল কর্মী সাজ্জাদ হোসাইন রাব্বি।'

তবে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেনি। ঘটনাস্থলে ছিলেন ধানমন্ডি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি বলেন, বুধবার বিকালে কিছু লোকজনের গণ্ডগোল দেখে ওখানে গিয়ে জানতে পারি ঢাকা কলেজের শিক্ষার্থী পরিচয়ে দোকান বসানোর চেষ্টা করলে দোকানীরা বাঁধা দেয়। পরে তাদের একজনকে আটক করে আনার চেষ্টা করলে দু'পক্ষ নিজেদের মধ্যে সমাধান করার কথা জানান। তাদের কাছে আটক হওয়া ওই যুবক ঢাকা কলেজের শিক্ষার্থী কিনা আমরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়