শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:৩৪ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ শাকিল গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক: কারীকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশে। গ্রেফতারকৃতের নাম ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)।

শুক্রবার সকালে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে ভিকটিম অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছলে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে ভিকটিম ও তার চাচাতো বোনকে ভয় দেখায়। তারা জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে একটি মানিব্যাগ (যাতে নগদ ২,৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও মূল্যবান কাগজপত্র ছিল) এবং তার চাচাতো বোনের গলার একটি রুপার চেইন ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিরপুর মডেল থানা পুলিশের নজরে আসে। পুলিশ ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেয়। অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে ১৭ এপ্রিল  মিরপুর মডেল থানায় একটি মামলা  করা হয়।

থানা সূত্র জানায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। শুক্রবার সকালে গাজীপুরের পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরান খান সাকিব ওরফে শাকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি  ও ছিনতাই হওয়া নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন পূর্ব মনিপুরে বাবা হজুর মসজিদ সংলগ্ন সুন্দরবন ফার্নিচারের কারখানার ছাদ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। 

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। রেকর্ডপত্র পর্যালোচানায় জানা যায়, তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃত শাকিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । ছিনতাইয়ে জড়িত অপর দুইজনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়