শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার ১

মাসুদ আলম : রাজধানীর গুলশান এলাকা থেকে ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মাহাদী হাসান (২৮)।

বুধবার গভীর রাতে গুলশান থানার পুলিশ প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়,  জাহিদ হাসান বনানী এলাকার বাসিন্দা। তিনি তার নামে রেজিস্ট্রেশনকৃত একটি TOYOTA LAND CRUISER (যার মূ্ল্য ১ কোটি ৬৫ লাখ টাকা) গাড়ি বিক্রয়ের জন্য তার পরিচিত টিপু সুলতান নামে এক ব্যক্তিকে জানায়। গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় গাড়িটি মেরামতের জন্য একটি দোকানে নিয়ে যাওয়া হয়। গাড়িটি মেরামতকালে ওই দোকানের ম্যানেজারের মাধ্যমে গ্রেফতারকৃত মাহাদী গাড়িটি ক্রয় করতে আসে। মাহাদী একাধিকবার গাড়িটি দেখার পর গত ১৭ ফেব্রুয়ারি  দুপুর ৩টায় গাড়িটি চালিয়ে দেখাসহ তার মাকে দেখানোর কথা বলে টিপু সুলতানসহ গাড়িটি নিয়ে  গুলশান থানাধীন লেকপাড় সংলগ্ন বিলকিস টাওয়ারের সামনে যায়। মাহাদী সেখানে আগে থেকে  অবস্থানরত অজ্ঞাতনামা আরও ২/৩ জনের সহযোগিতায় টিপু সুলতানকে ভয়-ভীতি দেখিয়ে  ও হুমকি দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভিকটিম জাহিদ হাসান বাদী হয়ে গুলশান থানায় একটি চুরির মামলা দায়ের করে।  

মামলার পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি মাহাদি হাসানের অবস্থান সনাক্ত করে বুধবার রাতে গুলশান থানার পুলিশ প্লাজার সামনে অভিযান পরিচালনা করে গাড়িটি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

তদন্তকালে প্রাপ্ত তথ্য সংক্রান্তে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মাহাদি হাসান  ও তার সহযোগিরা গাড়ি চোর চক্রের সদস্য। সে ও তার সহযোগিরা রাজধানীতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ও প্রতারণার মাধ্যমে গাড়ি চুরির সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়