হোসাইন মোহাম্মদ দিদার,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত সম্রাট মামুন হত্যা মামলার মূল আসামি মো. আবু সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ৪টা ৩০ মিনিটে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।
গ্রেফতারকৃত আসামি আব্দুস সাত্তার দাউদকান্দি পৌরসভার নূরপুর গ্রামের (১নং ওয়ার্ড) হাশেম মিয়ার ছেলে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে, বিচারিক আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেন।