শিরোনাম
◈ নিজ দেশেই বোমা হামলা পাকিস্তান বিমানবাহিনীর, নারী-শিশুসহ নিহত ৩০ ◈ ছাত্রদলের দাবির মুখে পেছালো রাকসু নির্বাচন ◈ বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশের অর্জনে সহায়ক হবে, মঈন খানের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ◈ আমাকে দোষী বানাতে ‘ভুয়া’ নথি ব্যবহার হচ্ছে: দাবি টিউলিপের ◈ আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত: ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ ◈ ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে: চলতি বছরে ১৭৯ জন নিহত, হাসপাতালে আসার মাত্র দু-তিন দিনের মধ্যে প্রাণহানি বেশি ◈ বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রুহুল কবির রিজভী ◈ যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়ার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স ◈ এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল ◈ যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর গন্ডামারা উপকুলীয় এলাকায় চর দখ‌লের অভিযোগ, ৪টি স্কেভেটর জব্দ

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: চট্টগ্রামের বাঁশখালী উপকুলীয় গন্ডামারায় অবস্থিত দেশের সর্ববৃহৎ ১৩২০ মেগাওয়ার্ট এস.এস.পাওয়ার প্ল্যান্টের পাশে বঙ্গোপসাগরের জেগে উঠা চর এবং ঝাউবাগান কেটে নতুন করে মাটি কাটা ও ভরাট কার্যক্রম চলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম ও  বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকনের নেতৃত্বে একদল প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ সময় তিনি মাটি কাটার জন্য রাখা ৪টি স্কেভেটর জব্দ করে পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দেন ,এবং কোন রকম মাটি কাটা নিষেধ করেন। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, এখানে মাটি কেটে বাঁধ দিয়ে জায়গা দখলের পায়তারা করছে বলে তিনি উল্লেখ করেন। পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করলে, তা রোধ সহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয়প্রপ্রত্যক্ষদর্শী জানান এবং সরজমিনে দেখা যায়, গন্ডামারায় অবস্থিত দেশের সর্ববৃহৎ ১৩২০ মেগাওয়ার্ট এস.এস.পাওয়ার প্ল্যান্টের পাশে বঙ্গোপসাগরের জেগে উঠা চর এবং ঝাউবাগান এলাকায় মাটি কেটে নিয়ে অন্য জায়গায় ভরাট কার্যক্রম করছে। তাতে মাটি চাপা পড়ছে ঝাউবাগান সহ প্রাকৃতিক বিভিন্ন প্রজাতির ছোট বড় অসংখ্যা গাছপালা।

নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসী ও সমিতি ঘোনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এস আলম কয়লা বিদ্যুৎতের বিভিন্ন চাইনিজ কোম্পানীর নাম ভাঙ্গিয়ে সাগরের চর গুলো দখল করছেন চেয়ারম্যানের সংশ্লিষ্টরা। তবে স্থানীয় কোকন নামে এক ব্যাক্তি এই কাজ গুলো দেখাশুনা করছে বলে জানান।

এ বিষয়ে ফোনে কোকন স্থানীয় সংবাদকর্মীদের জানান, কাজটি কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়নিজরা (সুন ফা) স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ড্রেজিং এর বালু উত্তোলন করার জন্য সমিতি ঘোনা থেকে জায়গা গুলো নিয়ে কাজ করছেন।
অপরদিকে বাঁশখালীর বৃহৎ লবণ উৎপাদনকারি সমবায় সমিতি গন্ডামারার নেতারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা শুনতেছি কয়লা বিদ্যুতের জেটি করার জন্য বালু উত্তোলন করে মাটি কেটে বাঁধ তৈরি করা হচ্ছে। এখানে মাটি ও বালু উত্তোলনের বিষয়ে আমাদের কোন সম্পৃক্ততা নাই বলে জানান। তারা আরো  বলেন,চেয়ারম্যান আমাদের জানায় এটা সরকারি কাজ,সরকারি ভাবে বাঁধে বালি দিয়ে ভরাট করলে সবার উপকার হবে। এটা বলাতে সমিতির কোন সদস্য বাঁধা কিংবা প্রতিবাদ করেনি। পরে এসিল্যান্ড মাটি কাটার   খবরে গত বৃহস্পতিবার আসার পর জানতে পারে এ কাজ করার সরকারি কোন অনুমতি নেওয়া হয়নি। ফলে আমরা এটার ব্যাপারে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান তারা ।

এস এস পাওয়ার প্ল্যান্টের সাইট প্রজেক্ট ম্যানেজার ফয়জুর রহমান বলেন, এস এস পাওয়ার প্ল্যান্ট থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়নিজরা (সুন ফা) ড্রেজড ম্যাটেরিয়ালের ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার কাজটি পান, তারা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এই কাজ গুলো করছেন। এসব ঠিকাদারি প্রতিষ্ঠান ও থার্ড পার্টির বিষয়। যাবতীয় সব কিছুর দায় দায়িত্ব ঠিকাদারী প্রতিষ্ঠানের, এখানে এস এস পাওয়ার প্ল্যান্টের কোন সম্পৃক্ততা নাই। এস এস পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের বিদ্যমান আইন এবং পরিবেশ অধিদপ্তরের সকল নিয়ম মেনেই প্ল্যান্ট পরিচালনা করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও থার্ড পার্টিকেও বাংলাদেশের বিদ্যমান আইন এবং পরিবেশ অধিদপ্তরের সকল নিয়ম মেনে কাজ করার জন্য ঠিকাদারি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান ও থার্ড পার্টি সম্পূর্ণ দায়বদ্ধ। কিছু স্থানীয় স্বার্থান্বেষী মহল এস এস পাওয়ার প্ল্যান্টের নাম ব্যাবহার করে ডাম্পিং গ্রাউন্ডের বাহিরেও অন্যান্য স্থান হতে বালু উত্তোলন করছে, যাতে এস এস পাওয়ার প্ল্যান্টের কোন সম্পৃক্ততা নাই।

গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান ও আলোচিত বিএনপি নেতা মো: লেয়াকত আলী বলেন,এসএস পাওয়ারের জেটি করার জন্য মাটি গুলো কাটা হচ্ছে। তারা আমার সহযোগিতা চাইলে, তাতে আমি পাওয়ার প্ল্যান্টের সাড়ে ৫ কিলোমিটার এবং সমিতি ঘোনার ৫ কিলোমিটার দুরে পরিত্যক্ত জায়গায় সে বালি ও মাটি গুলো ফেলা হচ্ছে। পরে পুনরায় সমিতি ঘোনার লোকজনের মাধ্যমে ঝাউবাগান রোপন করে দেবে বলে তিনি জানান। তিনি আরো বলেন,এতে পরিবেশের কোন ক্ষতি হবে না এবং সমিতি ঘোনার কোন ক্ষতি হবে না। ৪টি স্কেভেটর গুলো জব্দ করা হয়।

শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম ওবাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকনের নেতৃত্বে এতে অভিযান পরিচালনা কালে স্কেভেটর রেখে চালক ও কাজে নিয়োজিতরা পালিয়ে যায়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম স্থানীয় সংবাদ কর্মীদের বলেন,পরিবেশের ক্ষতি হয় এ ধরনের কোন কাজ করতে দেওয়া হবে না। যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে।মাটি কাটার কাজে ব্যবহার করা স্কেভেটর গুলো জব্দ করা হয়েছে এবং সকল প্রকাশ কাজ বন্ধ থাকবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়