শিরোনাম
◈ বিশ্বসেরা মেধাবীদের জন্য ভিসা ফি বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্য ◈ ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ◈ নিজ দেশেই বোমা হামলা পাকিস্তান বিমানবাহিনীর, নারী-শিশুসহ নিহত ৩০ ◈ ছাত্রদলের দাবির মুখে পেছালো রাকসু নির্বাচন ◈ বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশের অর্জনে সহায়ক হবে, মঈন খানের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ◈ আমাকে দোষী বানাতে ‘ভুয়া’ নথি ব্যবহার হচ্ছে: দাবি টিউলিপের ◈ আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত: ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ ◈ ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে: চলতি বছরে ১৭৯ জন নিহত, হাসপাতালে আসার মাত্র দু-তিন দিনের মধ্যে প্রাণহানি বেশি ◈ বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রুহুল কবির রিজভী ◈ যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়ার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়াবহ আগুন টঙ্গিতে, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ ফায়ার ফাইটার

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি সেমিপাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিনজন ফায়ারফাইটার ও একজন অফিসারসহ মোট চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৯ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, আহতদের মধ্যে ফায়ার ফাইটার নুরুল হুদা ও জয় হাসানকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং অফিসার জান্নাতুল নাঈমকে ৫টা ১০ মিনিটে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর আহত সদস্যকেও চিকিৎসার জন্য সেখানে নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কেমিক্যাল মজুত থাকার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়