তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে ১৫০ কেজি গাঁজা ও ১০৯৫ বোতল ইসকফ সিরাপসহ পেশাদার এক মাদক ব্যবসায়ী আটক করে। (২৯ সেপ্টেম্বর) শনিবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-৯ সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, জেলার বিজয়নগরের সিংগারবিল ইউপির সিংগারবিল বাজারে থেকে শুক্রবার রাত রাতে গোপন সংবাদের ভিওিতে ইউনিয়নের কাশিনগর পূর্ব পাড়া সাচ্চু মিয়ার টিনের দোচালা মাটির ঘরের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ মোস্তফা মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে ঐ এলাকার মৃত আঃ কাদের মিয়া ছেলে।এসময় তার সাথে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটকৃত মাদক ব্যবসায়ী স্বীকারোক্তি মোতাবেক গাঁজা ও ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।