শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে জাহাজ চলাচলের সুনির্দিষ্ট নৌপথ ব্যবহারের দাবি কুতুবদিয়ার জেলেদের 

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে জাহাজে কাটা পড়ছে শত শত জেলের জাল-দড়ি। এতে নিঃস্ব হয়ে পথে বসেছে  শতাধিক জেলে। জেলেদের অভিযোগ, নৌ সীমানায় নির্দিষ্ট না থাকায় নাবিকেরা সুবিধা মতো জাহাজ চালিয়ে জাল-দড়ি কাটছে। গত মাসেও উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ইউনুসের মালিকানাধীন এফ বি আল্লাহর দান নামক একটি মাছ ধরার নৌকার সাথে জাহাজের ধাক্কা লেগে সাগরে ডুবে যায়। এ ঘটনায় আজিজুল হক নামের এক জেলে তিনদিন নিখোঁজ পর তার মরদেহ উদ্ধার করা হয়। ওই সময়ে অন্য জেলেরা জীবন নিয়ে ফিরলেও মালামালসহ নৌকার ব্যাপক ক্ষতি হয়েছে। দ্বীপ জুড়ে এ ধরনের ঘটনা অহরহ রয়েছে। এসব দূর্ঘটনা রোধ করতে মহেশখালীর মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎকেন্দ্রের মতো সাগরে জাহাজ চলাচলের জন্য বয়া স্থাপনে নৌ-সীমানা নির্দিষ্ট করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন কুতুবদিয়ার জেলেরা। 

জেলেদের তথ্যমতে, রাতের অন্ধকারে জাহাজ গুলো প্রায় জেলেদের টার্গেট করে জাল-দড়ি কাটে। আবার নৌকায় ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়ার ঘটনা ঘটে। নাবিকদের এ অসতর্কতার কারণে ইউনুস, বদিউল আলম, নাছির উদ্দিনসহ অনেকেই সর্বহারা হয়ে পথে বসেছে। এখন লাখ লাখ টাকার ঋণের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এসব জেলেরা।

জেলে বদিউল আলম, রফিক উদ্দিন ও শরীফ আহমদসহ অনেকেই বলেছেন, কয়লাবাহী জাহাজ কুতুবদিয়ার তীর ঘেঁষে বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রের যায়। এতে দৈনিক মাছ ধরা প্রান্তিক জেলেদের প্রতিনিয়ত জাল-দড়ি নষ্ট করছে। অথচ, জেলেরা তাদের চলাচলের সুনির্দিষ্ট নৌপথে জাল বসায়নি। তবুও নাবিকেরা তাদের সুবিধা মতো জাহাজ চালিয়ে জাল-দড়ি নষ্টসহ নৌকায় ধাক্কা দিয়ে ডুবিয়ে জেলেদের ক্ষতিগ্রস্ত করছেন। নাবিকদের কারণে জেলেদের কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। 

নৌকার মালিক নাছির উদ্দীন বলেছেন, নাবিকেরা তাদের নিয়ম অনুযায়ী জাহাজ চালাই না। এলোপাতাড়ি জাহাজ চালিয়ে প্রতি মাসে তার কয়েক লাখ টাকার মাছ ধরার সরঞ্জাম নষ্টসহ ব্যবসার বারোটা বাজিয়েছে। জাহাজের এ অবাধ চলাচলের সুনির্দিষ্ট নৌপথে বয়া স্থাপনে চিহ্নিত এবং জেলেদের ক্ষয়ক্ষতি পূরণের দাবি করেছেন তিনি। 

এবিষয়ে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ বলেছেন, কুতুবদিয়ার জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় বহু নৌকা ডুবির ঘটনা ঘটেছে। গত মাসেও একটি জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও প্রতিদিন জেলেদের অহরহ জাল-দড়ি নষ্ট করে। এ সমস্যা দূর করতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের মতো বয়া স্থাপনে জাহাজ চলাচলের নৌপথ নির্ধারণ করলে দৈনিক মাছ ধরা প্রান্তিক জেলেরা খুবই উপকারিত হবে। তিনি আরও বলেন, গত ২০২২ সালে সংশোধিত নৌ অভ্যন্তরীণ অধ্যাদেশ অনুয়ায়ী জাহাজের গতিপথ ও পরিবেশ সহ নানান নিয়ম মেনে চলাচলের তদারকি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে অনুরোধ করেন।

কুতুবদিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেছেন, সাগরে বয়া স্থাপনে জাহাজ চলাচলের নৌপথ নির্ধারণ করলে প্রান্তিক জেলেদের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণসহ সাগরে বয়া স্থাপনে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়