শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পলিটেকনিক শিক্ষার্থীদের

মো. রমজান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি ও ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাখ্যানসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার সকালে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারঘোরিয়া মহানন্দা সেতুর ওপর অবরোধ করে তারা। সড়ক অবরোধের কারণে আটকে পড়ে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যাববাহন। ফলে ব্রিজের দুই প্রান্তে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীরা সকালে প্রথমে ক্যাম্পাসে জড়ো হন। তারপর মহানন্দা সেতুর ওপর মিছিল নিয়ে যান। তারা সেখানে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। অবরোধের কারণে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে যানবহন থেকে নেমে যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

এদিকে প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলাকালে বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক মো.আব্দুর রাহিম, শিক্ষার্থী মাহাবুব রানা সজিব, রিপন আলী, আপেল মাহমুদ, আল মামুন ও রিফাত।

বক্তারা অভিযোগ করেন, ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বৈষম্য নিরসন না হলে এবং অযৌক্তিক দাবি প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়