শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে এ মামলাটি দায়ের করেন।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতি মন্ডলী সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে। 

মামলার ২ নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান খোকন মিয়াকে। এর আগে দ্রুত বিচার আইনে দায়ের করে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানকে।

গত মঙ্গলবার পুলিশের দায়ের করা মামলায় থানায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম আজ বুধবার  (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এক গেজেটে ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী  ইউনিয়ন কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে জুড়ে  দেয়। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর প্রথমে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ভাঙ্গাবাসী। তবে ওই দিন বিকেলে ইউএনও  মিজানুর রহমানের আশ্বাসে আন্দোলনকারীরা তিন দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। সোমবারের মধ্যে সমস্যার সমাধান না হলে এবং তিনদিন পরে মঙ্গলবার থেকে আন্দোলন করবেন বলে জানান ।

আন্দোলনকারীরা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৯-১১ সেপ্টেম্বর ) পর্যন্ত টানা তিন দিন সকাল সন্ধ্যা অবরোধ পালন করে। শুক্র-শনি বাদ দিয়ে গত রবিবার (১৪-১৬ সেপ্টেম্বর ) থেকে আবার টানা তিন দিন অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়। 

গত রোববার তৃতীয় দফা কর্মসূচি প্রথম দিনে ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি রাজবাড়ী-ভাঙ্গা ও ঢাকা-খুলনা রেলপথ অবরোধ করে। এর ফলে ভাঙ্গার হামিরদী ও ভাঙ্গা জংশন ও রাজবাড়ীতে তিনটি ট্রেন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তি সম্মুখীন হতে হয়। 

এ প্রেক্ষাপটে গত রোববার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোরভাবে আন্দোলন দমন করার ঘোষণা দেন। পাশাপাশি রবিবার (১৪ সেপ্টেম্বর) আলগী এবং হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ ৯০  জনের নাম উল্লেখ করে দেড়শজনকে অজ্ঞতানামা আসামি দেখিয়ে দ্রুত বিচার আইনে মামলা করা হয় ভাঙ্গা থানায়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম  সিদ্দিককে।

এর প্রেক্ষাপটে গত সোমবার তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ কমপ্লেক্স ,ভাঙ্গা হাইওয়ে থানা বিভিন্ন সরকারি কার্যালয় ব্যাপক হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগসহ  সহিংস ঘটনা ঘটে। 

এব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা বলেন, গত সোমবার ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সের যে সহিংস ঘটনা ঘটেছে সে বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়