শিরোনাম
◈ 'মাকে লোকে ভয় দেখিয়েছিল, মেয়ে এই কাজ করলে বিয়ে হবে না' ◈ যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ◈ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই ◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌!

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৬ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা অধ্যক্ষ  সেলিমের মহাসড়কে বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: বিএনপি সাংগঠনিক সম্পাদক  অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দলবল নিয়ে সংসদী আসন পুর্নবহাল করার দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকার ভাটেরচরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এতে মহাসড়ক দিয়ে বিভিন্ন জেলায় যাতায়াতকারীরা পড়েছে চরম দুর্ভোগে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বরত এ নেতা কুমিল্লা জেলার সংসদীয় আসন-২ (হোমনা- মেঘনা) আসন করার দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে। এদিকে নির্বাচন কমিশন কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসন বিন্যাস করে একটি চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে

এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কারণে রাস্তার দুপাশের লেনে গাড়ি চলাচল  বন্ধ হয়ে যায়।ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী পরিবহণের যাত্রী মাহিন বলেন, মহাসড়কে এ ধরনের কর্মকাণ্ড করে, বিক্ষোভ মিছিল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় আমি হতবাক। এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। আইনশৃঙ্খলাবাহিনী নীরব এতে আমরা হতবাক।

কুমিল্লা থেকে ঢাকার উদ্দ্যশ্যে যাত্রীবাহী একটি বাসের যাত্রী অন্তরা জানান,  এটা সম্পূর্ণ বেআইনি। কোনো দেশেই মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের রেওয়াজ নেই। যত্তসব পাগলামি আমাদের দেশে। শুনেছি, আসন বণ্টন দাবিতে বিএনপির এক নেতা মহাসড়ক অবরোধ করছেন। আমরা এটার প্রতিবাদ জানাই। সেইসঙ্গে এই নেতাকে জনস্বার্থে বিএনপির উচিত লালকার্ড দেখানো।

ভাটেরচরের এক বাসিন্দা নাম প্রকাশে অনেচ্ছুক, তিনি জানান বিএনপির সাংগঠনিক সম্পাদকের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়। সে এখানে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ এলাকায় এসে মানববন্ধন করে। মহাসড়ক অবরোধ করে।এটা এক ধরনের মূর্খতার পরিচয়। সে তার নির্বাচনী এলাকায় যা ইচ্ছে তা করুক। আমি তীব্র ধিক্কার জানাই এমন অনৈতিক ঘটনার জন্য।

গজারিয়া মহাসড়কে যানজট সৃষ্টি ও জনদুর্ভোগের বিষয়ে আঞ্চলিক রিজিয়নের গজারিয়া হাইওয়ে থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ  (পরিদর্শক) শওকত হোসেনকে তার ব্যবহৃত সরকারি নম্বরে কল করা হলে রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুপাশের লেন বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার বিষয়ে জানতে অধ্যক্ষ সেলিম ভূৃঁইয়ার মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া জানা যায় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়