শিরোনাম
◈ মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক ◈ ‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো’ ◈ নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন ◈ ভূমি মালিকদের জন্য বড় সুখবর: মাত্র ২৪ ঘন্টায় খতিয়ানের ভূল সংশোধনের সরকারি নির্দেশনা, জানুন কিভাবে ◈ ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন ◈ সংঘের নিয়মে মোদির অবসর? বয়স বিতর্কে মোহন ভাগবতের স্পষ্ট জবাব ◈ খালেদা জিয়া সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠাননি: চান্দিনায় মাহমুদুর রহমান মান্না ◈ বাগেরহাটে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এখন ‘ভূতের বাড়ি’ ◈ নির্বাচনকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি করছে কয়েকটি পক্ষ: সালাহউদ্দিন আহমেদ ◈ মুরগির মাংস-ডিমে সিসা-ক্রোমিয়ামসহ ভারী ধাতুর উপস্থিতি: বিএফএসএ গবেষণা

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ০৫:৪২ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় নিখোঁজের ৫দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে রং মিস্ত্রির মরদেহ উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: নিখোঁজের ৫দিন পর ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার বিলের মধ্যে থেকে উজ্জল মোল্লা (৩৫) নামের এক রং মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌরসভার নুরপুর গ্রামে বিলের মধ্যে আক্কাস শেখের পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যু উজ্জল মোল্লার বাড়ি ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নুরপুর গ্রামের মৃত বাহাদুর মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রং মিস্ত্রি উজ্জল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। মাদক সেবন করতে প্রায়ই আক্কাস শেখের পরিত্যক্ত বাড়িতে যেত এবং মাঝে মাঝে ওই বাড়িতে রাতযাপন করতো। গত ৫/৬ দিন ধরে উজ্জ্বল নিখোঁজ ছিল। শুক্রবার বেলা ১২টার দিকে আক্কাস শেখ নৌকা নিয়ে পরিত্যক্ত বাড়িতে গেলে ঘরের মধ্যে মরদেহ দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, ভাঙ্গা পৌর এলাকার একটি বিলের মধ্যে একটি পরিত্যক্ত ঘরে একটি মরদেহ পাওয়া গেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটা টিম ওসি সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করি। পচাঁ-গলা একটি মরদেহ উদ্ধার করি। পরে ভাঙ্গা থানায় নিয়ে আসি। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে মরদেহ প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উজ্জল মাদকাসক্ত ছিল। চুরি সহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে সে। বাড়িতেও যেত না। মাদক সেবনের কারণেই হয়তো মারা যেতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়