শিরোনাম
◈ কী ছিল শি জিনপিংয়ের গোপন চিঠিতে, যার ফলে ভারত ও চীন সম্পর্কে বরফ গলে  ◈ নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক: প্রেস সচিব (ভিডিও) ◈ আইসিইউতে নুরুল হক নুর: সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক ◈ নুরকে হাসপাতালে দেখতে এসে অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল ◈ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টায় ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা ও বল প্রয়োগ করে: আইএসপিআর ◈ নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও) ◈ পল্টনে ফের র.ক্তা.ক্ত সংঘর্ষ: হলুদ হেলমেটধারীরা কারা?" ◈ মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক ◈ ‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো’ ◈ নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন (ভিডিও)

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ১০:২২ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠাননি: চান্দিনায় মাহমুদুর রহমান মান্না

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠিয়ে কোনো ক্ষতি করেননি। তিনি একজন ভালো মানুষ।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মান্না এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে দেড় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের রক্তের বিনিময়ে আমরা সেই অধিকার ফিরে পেয়েছি। যেকোনোভাবে আমাদের মর্যাদা রক্ষা করতে হবে।”

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এলডিপির মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, “জামায়াত ইসলামীর ভূমিকা মুক্তিযুদ্ধের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। তাদের নেতৃত্বেই আলবদর-আলশামস বাহিনী পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে মুক্তিকামী মানুষকে হত্যা করেছে। আজও তারা মুক্তিযোদ্ধাদের অপমান করছে।”

তিনি পিআর পদ্ধতির নির্বাচনকে বাংলাদেশের জন্য অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। উদাহরণ টেনে বলেন, “নেপালে এই পদ্ধতির কারণে ১০ বছরে ৬ বার সরকার পরিবর্তন হয়েছে। বাংলাদেশে সদ্য ঘোষিত রোড ম্যাপ অনুযায়ীই নির্বাচন হওয়া উচিত।”

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম। সভাপতিত্ব করেন চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূঁইয়া।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ.কে.এম. শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের এবং গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি।

এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয়-দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অতিথিরা সম্মেলনের উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়