শিরোনাম
◈ ভারত–চীন ঘনিষ্ঠতা: এশিয়ার ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ ◈ মধ্যরাতে উত্তাল বুয়েট, ৩ দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা (ভিডিও) ◈ ঈদে মিলাদুন্নবীর ছুটি কবে? ◈ ডিসেম্বরে তফসিল ঘোষণা, পিআর পদ্ধতিতে কোনও নির্বাচন হবে না: কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ ◈ বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে আদর্শিক লড়াইয়ের ঘোষণা থালাপতি বিজয়ের ◈ নারীর গলায় কাপড় প্যাঁচানো, শিশুর দেহ বাঁধা—বুড়িগঙ্গা থেকে চারজনের মরদেহ উদ্ধার ◈ এনসিপির সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর ◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১০:১৮ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের বৈষম্যবিরোধী আন্দোলন দেশের ইতিহাসে নতুন অধ্যায়: পরিবেশ উপদেষ্টা

এ এইচ সবুজ, গাজীপুর প্রতিনিধি: জুলাইয়ের গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণদের দেশপ্রেম ও সাহসিকতা দেশে আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, দেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাই উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় প্রকৃতিবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে।

সভাপতির বক্তব্যে ভিসি প্রফেসর আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজের বিপুল শিক্ষার্থীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পুরনো সিলেবাস সংস্কার, প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষিত তরুণদের দক্ষ করে তুলতে সরকারের টেকনিক্যাল ও নীতিগত সহায়তাও অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খরচে ৫০ হাজার কলেজছাত্রীকে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা উন্নয়নে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। অনুষ্ঠান পরিচালনা করেন শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক ও স্পোর্টস বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিম।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ১১টি ইভেন্টের চূড়ান্ত পর্বে মোট ১৮৪ জন ছাত্রছাত্রী অংশ নেন। ইভেন্টগুলোতে ছিল— উপস্থিত বক্তৃতা, লোকগীতি, গণসংগীত, কবিতা আবৃত্তি, অভিনয়, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, নৃত্য, দলীয় নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতা।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর আমানুল্লাহ। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান।

অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়