শিরোনাম
◈ ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয়, তলিয়ে যেতে পারে ১০ জেলা (ভিডিও) ◈ ফরিদপুরের লোকালয়ে হনুমান, মানুষের সঙ্গে গড়ছে সখ্যতা ◈ মোরেলগঞ্জে সবজির দাম বেড়ে দ্বিগুণ বিপাকে সাধারণ মানুষ ◈ যে কারণে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বের ধনী ব্যক্তিরা! ◈ মোবাইলে ভিডিওর নেশায় বুঁদ! মস্তিষ্কে যে ভয়াবহ ক্ষতি ডেকে আনছে ◈ চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন: হাতি রক্ষায় ৪০ কোটি টাকার প্রকল্প, বসছে রোবটিক ক্যামেরা ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল তাসনিয়া ◈ নিউ ইয়র্কে পর্যটনবাহী বাস খাদে পড়ে নিহত ৫ ◈ দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে হারি‌য়ে মৌসু‌মে প্রথম জয় পে‌লো চেলসি

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ০৩:৫১ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে চোরা শিকারি আটক, উদ্ধার ১০.৫ কেজি হরিণের মাংস

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের মোংলা জয়মনি সাইলো এলাকা হতে সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ মোঃ হাসান (৩৪) নামে এক চোরা শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পাসহ মো: হাসান (৩৪) কে আটক করা হয়। তার বাড়ি মোংলার জয়মনি এলাকায়।

জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়