শিরোনাম
◈ প্রত্যাবাসন, ন্যায়বিচার ও টেকসই সমাধান নিয়ে রোহিঙ্গা সংলাপ শুরু ◈ এবান বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর দিল সরকার! ◈ নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ থাকছে না সরকারের হাতে? ◈ যুক্তরাষ্ট্রের 'দাদাগিরির' সামনে বন্ধু হয়ে উঠতে পারবে প্রতিদ্বন্দ্বী ভারত ও চীন? ◈ ওমানের গোল্ডেন ভিসা মিলবে ৩১ আগস্ট থেকে, আবেদনের যোগ্যতা ও ভিসার সুবিধা যা আছে ◈ কেউ বলতে পারছে না, কে দেশ চালাচ্ছে: জি এম কাদের ◈ দুই গোলে পিছিয়ে পড়েও অ‌বিশ্বাস‌্য জয় বার্সেলোনার ◈ ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তা বিএসএফের হাতে আটক ◈ ফাইনা‌লে ম‌্যাচ হার‌লেও  গোলের সেঞ্চুরিতে ই‌তিহাস গড়‌লেন রোনালদো ◈ জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন, সমঝোতা না হলে বাড়বে বিবাদ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদী প্রেস ক্লাবে নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

নরসিংদী প্রতিনিধি: ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন “নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র” নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে নরসিংদী প্রেস ক্লাব। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র উপদেষ্টা ও বর্ষিয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চ্যাটার্জী। 

অনুষ্ঠানে ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন “নরসিংদী জেলা সাংবাদিক সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির ১৫ জন এবং ৪ জন উপদেষ্টাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। 

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও মাখন দাস, সদস্য মোঃ আমজাদ হোসেন ও আইয়ুব খান সরকার।

নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, “নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র” উপদেষ্টা মনির হোসেন লিটন ও মনিরুল ইসলাম, সংগঠনের সভাপতি মো: হাসান সাঈদ শফিউল আলম (গ্যালমান শফি), ‎সিনিয়র সহ-সভাপতি- মাহমুদ হাসান, ‎সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ‎সাংগঠনিক সম্পাদক- মিয়া হোসেন, ‎অর্থ সম্পাদক নাসরীন গীতি, ‎দপ্তর সম্পাদক- রাসেল মাহমুদ, ‎প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল সুমন মোস্তফা প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়