শিরোনাম

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে যুবদলের ২ পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১ আহত ২০

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে।  আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক আলী আব্বাস ওরফে রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষে নিহত মো. হিমেল মিয়া (২৪) ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং তিনি আলী আব্বাস পক্ষের অনুসারী ছিলেন বলে জানা গেছে।

দুই পক্ষের নেতৃত্ব দেওয়া আলী আব্বাস ও এমদাদ দুজনই জেলা যুবদলের সদস্য।

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে আজ দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হিমেল আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হিমেল নিহতের খবর ছড়িয়ে গেলে আলী আব্বাসের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়।

যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে যুবদলের ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে নেতৃত্ব দেওয়া আলী আব্বাস ও এমদাদকে যুবদলের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।'

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, 'দুই পক্ষের সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।' উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়