শিরোনাম

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ০৫:৩১ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের

অনুজ দেব বাপু, চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে ৪৮ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রামের সাংবাদিক নেতারা। অন্যথায় সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে নগরীর এস এস খালেদ রোডে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “আমরা পুলিশ বাহিনীর বিরুদ্ধে নই, কিন্তু একজন পুলিশ কর্মকর্তার সাংবাদিককে হুমকি দেওয়ার প্রতিবাদে মাঠে নেমেছি। প্রেসক্লাব দখলকারীরা কেন এ বিষয়ে নীরব, তা প্রশ্নবিদ্ধ।”

বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম বলেন, “সাংবাদিকরা নিশ্চুপ থাকলে সমাজ অন্ধকারে ঢেকে যাবে। সাংবাদিকদের প্রকৃত বন্ধু হলো জনগণ।”

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাউদ্দিন মো. রেজা বলেন, “আজকের কর্মসূচি পেশাদার সাংবাদিকদের ঐক্যের বহিঃপ্রকাশ।”

সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ কমিশনারের বক্তব্যকে ‘প্রতিবাদলিপি নয়, বরং সরাসরি হুমকি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “সাংবাদিকতা শেখার জন্য আমরা পুলিশের কাছে যাইনি, বরং মানুষের কাছে তথ্য পৌঁছাতে গিয়ে দুর্নীতি প্রকাশ করেছি।”

চ্যানেল ২৪ প্রতিবেদক এমদাদুল হক বলেন, তাঁর প্রতিবেদনে সিএমপির ট্রাফিক বিভাগের অনিয়ম প্রকাশের পরও ব্যবস্থা না নিয়ে উল্টো কমিশনার সাংবাদিকদের হুমকি দিয়েছেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের উপর চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে সাংবাদিকতার স্বাধীনতা রোধ করা যাবে না। কমিশনারকে অবশ্যই শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রত্যাহার করতে হবে, নইলে কঠোর আন্দোলনে নামবেন তাঁরা।

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাব, বিএফইউজে, টিভি রিপোর্টার্স নেটওয়ার্ক, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়