শিরোনাম
◈ ঢাকায় সিসা লাউঞ্জের দাপট: আইনের তোয়াক্কা না করে অভিজাত এলাকায় ফুলেফেঁপে উঠছে নেশার আসর ◈ হংকং ২০ ক্রিকেটার নিয়ে এশিয়া কাপে খেল‌তে যাচ্ছে  ◈ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ ◈ মাওলানা ভাসানী সেতু: উদ্বোধনের পরদিনই ক্যাবল চুরি হওয়া সেই সেতুতে এবার দুর্ঘটনা, নিহত ১ ◈ জুলাই সনদ আইন বা সংবিধানের ঊর্ধ্বে কি না এমন প্রশ্ন উঠছে কেন  ◈ দলবদল শেষ হ‌তে ১০ দিন বা‌কি, এখন পর্যন্ত ক্লাবগু‌লোর খরচ ২ দশ‌মিক ৩৭ বি‌লিয়ন পাউন্ড ◈ আমিরাতে ভিসা সংকটে বাংলাদেশি কর্মীরা: অনিশ্চয়তায় কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহ ◈ কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে  যুবক নিহত আহত ৩০ ◈ সাড়ে ১৩ লাখ রোহিঙ্গার বোঝা—সমাধান খুঁজতে কক্সবাজারে সম্মেলন ◈ ২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ০২:২৮ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে একটি মাছের ঘেরে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে শত শত মাছ নিধন করেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ শাহিদুল ইসলাম (৫৩) দীর্ঘদিন ধরে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। তার নিজস্ব ১১৭ শতক জমিতে একটি মাছের ঘের রয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। প্রতিদিন বিকেলে তার কর্মচারী ঘেরে মাছের খাবার সরবরাহ করতেন।

শাহিদুল ইসলাম জানান, গত ২০ আগস্ট বিকেলে কর্মচারী মাছের খাবার দেওয়ার পর রাতে কেউ অজ্ঞাতভাবে ঘেরে বিষ প্রয়োগ করে। পরদিন সকাল ৬টা ৩০ মিনিটে পাশের ঘেরের মালিক তুষার মণ্ডলের স্ত্রী প্রথম মৃত মাছ ভেসে উঠতে দেখেন। খবর পেয়ে শাহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে পানিতে বিষের তীব্র গন্ধ পান।

তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তদের বিষ প্রয়োগের কারণে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ২১ আগস্ট ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ‘লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়