শিরোনাম
◈ ইইউ বাজারে ১৭.৯% রপ্তানি প্রবৃদ্ধি, বাংলাদেশের আয় ১০.২৯ বিলিয়ন ইউরো ◈ গণঅভ্যুত্থান, শোকবার্তা ও সমালোচনার মুখে শাকিব খান: দিলেন স্পষ্ট ব্যাখ্যা ◈ ‘জুলাই সনদ’ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি ◈ চারদিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ‘মওলানা ভাসানী সেতু’: বদলে যাবে গাইবান্ধা-কুড়িগ্রামের অর্থনীতি ও যোগাযোগ ◈ টানা বৃষ্টিতে হ্রদের পানি বিপদসীমায়, আবারো খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট ◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ১০:০১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে সাংবাদিকদের ৩টি সংগঠন এক প্রেসক্লাবে রুপান্তর

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ পার্বতীপুরে সর্বপ্রথম ১৯৮০ সালে পার্বতীপুর প্রেসক্লাব নামে এখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত সংগঠন হিসেবে পার্বতীপুর প্রেসক্লাব যাত্রা শুরু করে। পরবর্তীতে বিভিন্ন সময় দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পার্বতীপুরে নতুন করে পার্বতীপুর প্রেসক্লাব ও পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব নামে আরও দুটি সংগঠনের সৃষ্টি হয়। দুই যুগ পর একত্রিত হলো পার্বতীপুরের সাংবাদিকদের ৩টি সংগঠন এক প্রেসক্লাবে।

গত ২০২৪ সালের ৫ আগস্ট বিগত আওয়ামীলীগ সরকারের পতন হলে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের লক্ষ্য নিয়ে সম্মিলিতভাবে প্রেসক্লাব কার্যালয়ে অবস্থান গ্রহন করে। এক পর্যায়ে প্রেসক্লাবের সদস্য পদের জন্য সাংবাদিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্য তালিকা চূড়ান্ত করা হলেও ঐ সময় গঠিত আহবায়ক কমিটির কতিপয় সদস্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা না করেই নিজেদের পছন্দের সাংবাদিকদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এতে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। পার্বতীপুরে নতুন করে পার্বতীপুর প্রেসক্লাব ও পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব নামে আরও দুটি সংগঠনের সৃষ্টি হয়। এদিকে ৫ আগস্ট পরবর্তী পার্বতীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি তাদের কার্যকালের ১ বছর পেরিয়ে গেলেও কোন সাধারণ সভা অনুষ্ঠিত করেনি।

এতে প্রেস ক্লাবের সাধারন সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। গত ১৪ আগস্ট গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের খুনের প্রতিবাদে আয়োজিত মানব বন্ধনে স্থানীয় সাংবাদিকরা পার্বতীপুরে ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপরই দু'দফায় অনুষ্ঠিত সম্মিলিত সাংবাদিক সমাবেশের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ২০ আগস্ট, দুপুর ১২ টায় পার্বতীপুরে তিন ধারায় বিভক্ত সাংবাদিকদের উপস্থিতিতে শহীদ মিনার সড়কের সিঙ্গার মোড়ে পার্বতীপুর প্রেসক্লাব কার্যালয়ে অবস্থান নেয় ও সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শামসুল হুদা, আতাউর রহমান, মামুনুর রশিদ, মোস্তাফিজুর রহমান বকুল, হাবিব ইফতেখার।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাসকির হোসেন সাপ্তাহিক সোনার বাংলা, সোহেল সানি দেশ রূপান্তর, আব্দুল আল মামুন মিলন প্রতিদিনের সংবাদ, আব্দুল আল মামুন মাই টিভি, রুকুনুজ্জামান সম্পাদক মানবকথা , ইকরামুল হক বেলাল সম্পাদক সংবাদ প্রতিক্ষণ, মুক্তারুজ্জামান মোক্তার দৈনিক আজকের সংগ্রাম, মেজবাউল ফেরদৌস দিনাজপুরের কাগজ, আমজাদ হোসেন দৈনিক ডিটেকটিভ, মেরাজুল ইসলাম শাকিল সম্পাদক জন স্রোত, মহসিন আলী দৈনিক নিরপেক্ষ মিনাজুল ইসলাম তারেক প্রতিদিন বাংলাদেশ, শফিকুল ইসলাম শফি, মোস্তাকিম সরকার দৈনিক রূপালী বাংলাদেশ কুমার দাস কুমার দাস মানব বার্তা, শাহিনুর রহমান এমকে টেলিভিশন, স্বপন চন্দ্র রায় আমার সময়, প্রমুখ।

বক্তারা আগামী ২২ আগস্ট শুক্রবার বিকেল ৪ টায় প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনা সভা করার ব্যাপারে সম্মত হন। গঠিত আহবায়ক কমিটি পরবর্তী ৩ মাসের মধ্যে ১১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করবেন মর্মে সবাই ঐক্যমত পোষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়