শিরোনাম
◈ ইইউ বাজারে ১৭.৯% রপ্তানি প্রবৃদ্ধি, বাংলাদেশের আয় ১০.২৯ বিলিয়ন ইউরো ◈ গণঅভ্যুত্থান, শোকবার্তা ও সমালোচনার মুখে শাকিব খান: দিলেন স্পষ্ট ব্যাখ্যা ◈ ‘জুলাই সনদ’ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি ◈ চারদিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ‘মওলানা ভাসানী সেতু’: বদলে যাবে গাইবান্ধা-কুড়িগ্রামের অর্থনীতি ও যোগাযোগ ◈ টানা বৃষ্টিতে হ্রদের পানি বিপদসীমায়, আবারো খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট ◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৮:২৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনের ব্যবধানে কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরেক মৃত ডলফিন

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এলো একটি মৃত ইরাবতী ডলফিন।মাত্র একদিনের ব্যবধানে সৈকতে আরেকটি ডলফিন ভেসে আসায় স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে কুয়াকাটা সৈকতের ডিসি পার্ক সংলগ্ন স্থানে প্রায় তিন ফুট দৈর্ঘ্যের ডলফিনটি দেখতে পান স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী রিপন হাওলাদার।তিনি বিষয়টি উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-র সদস্যদের জানান।

উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে জেলেদের জালের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে।পরে বিষয়টি পৌর প্রশাসককে জানানো হলে পৌরসভার টিম এসে বন বিভাগের লোকদের সাথে নিয়ে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করে।

ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন,একদিনের ব্যবধানে পরপর দুটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসা অত্যন্ত উদ্বেগজনক বিষয়।ডলফিন মৃত্যুর পেছনে নৌযানের ধাক্কা, মাছ ধরার জাল ও জেলেদের অসচেতন কার্যক্রম বড় ভূমিকা রাখছে।এ পরিস্থিতি রোধে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি এবং অভয়ারণ্য এলাকায় জালের ব্যবহার কঠোরভাবে সীমিত করা এখন সময়ের দাবি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন,একদিনের ব্যবধানে আরও একটি মৃত ডলফিন ভেসে আসা সত্যিই উদ্বেগজনক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এসব মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের আহ্বান জানাচ্ছি।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানান,গতকাল একটি মৃত ডলফিন মাটিচাপা দেওয়া হয়েছে।আজও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ও পৌরসভার কর্মীরা ডলফিনটিকে মাটিচাপা দিয়েছে, যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়